ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি নিকেশে নেমে শুক্রবার বড়সড় সাফল্য পেয়েছে সেনা৷ এক শীর্ষ আইএস জঙ্গি-সহ কাশ্মীরে খতম হয়েছে তিন সন্ত্রাসবাদী৷ তবে ইতিমধ্যেই সেনার হাতে পৌঁছে গিয়েছে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য৷ জানা গিয়েছে, অমরনাথ যাত্রাকে উদ্দেশ্য করেই উপত্যকার বুকে বড় কোনও নাশকতা চালানোর ও পূণ্যযাত্রাকে রক্তাক্ত করার পরিকল্পনা নিয়েছে জম্মু-কাশ্মীরে অবাধে বিচরণ করা জেহাদিরা৷ যাদের দলের অন্যতম পাণ্ডা ছিল গতকাল খতম হওয়া আইএসজেকে জঙ্গি, দাউদ আহমেদ সোফি৷
[প্রস্তুত ২১জন মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকা, নিকেশে নামছে ভারতীয় সেনা]
জঙ্গি দাউদ আহমেদ সোফি খতম হওয়ার পর জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান এসপি বৈদ জানিয়েছেন, অমরনাথ যাত্রায় বড়সড় নাশকতা চালানোই উদ্দেশ্য ছিল তার৷ যে কারণেই যাত্রাপথের অন্তর্গত এলাকা, খিররামে আত্মগোপন করেছিল সে৷ শুক্রবারের অভিযানে সেখানই ওই জঙ্গিকে নিকেশ করে সেনা৷ কেবল সোফি একাই নয়, অমরনাথ যাত্রাকে রক্তাক্ত করা জন্য আরও পরিকল্পনা নিচ্ছে জঙ্গিরা সে তথ্যও উঠে এসেছে জম্মু-কাশ্মীর পুলিশের হাতে৷ তবে মৃত আইএস জঙ্গির পরিচয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্কও৷ গতকাল জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান সোফিকে আইএস সংগঠনের সদস্য বললেও তা অস্বীকার করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ কেন্দ্র্রের পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীরে আইএসের কোনও সংগঠন নেই৷ যা রয়েছে তা হল, কয়েকজন সন্ত্রাসী মনোভাবাপন্ন ব্যক্তি যারা আইএসের পতাকা দেখিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতে চায় ৷ এদের কাজ হল উপত্যকায় আইএসের জেহাদি মতাদর্শ প্রচার করা৷ তবে আইএস প্রত্যক্ষ ভাবে এখনও থাবা বসাতে পারেনি উপত্যকায়৷
[আল কায়েদা ও আইএসের দুই শাখা সংগঠনকে কালো তালিকাভুক্ত করল কেন্দ্র]
প্রত্যেকদিনই একের বেশি জঙ্গি উপত্যকার বুকে মারা পড়ছে সেনা ও এনএসজি কমান্ডদের অভিযানে৷ এখন গর্ত থেকে টেনে বের করে এই সন্ত্রাসীদের খতম করার কাজ শুরু করেছে সেনা৷ জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রের খবর, নয়ের দশক থেকেই তেহরিক-উল-মুজাহিদিন জঙ্গি সংগঠন কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালাত৷ পরে তারাই আইএসের শাখা সংগঠন হিসাবে কাশ্মীরে প্রতিষ্ঠা করে আইএস জম্মু-কাশ্মীর (ISJK)৷ উপত্যকার বুকে এদের প্রায় আট থেকে দশজন সদস্য কাজ করত৷ তবে সেনার পালটা মারে ইতিমধ্যেই খতম হয়েছে ছয়জন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.