Advertisement
Advertisement
ISIS

বানচাল বড়সড় নাশকতার ছক, রাজধানী থেকে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ISIS জঙ্গি নেতা

একবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল এই জঙ্গি নেতা।

ISIS terrorist arrested by Delhi Police from Delhi | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 2, 2023 11:38 am
  • Updated:October 2, 2023 11:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি পুলিশের (Delhi Police) হাতে ধরা পড়ল আইসিস (ISIS) জঙ্গি নেতা মহম্মদ শাহনওয়াজ। সোমবার সকালে দেশের ৬০টি জায়গায় ব্যাপক তল্লাশি শুরু করে এনআইএ। তার খানিকক্ষণ পরেই দিল্লি (Delhi) পুলিশের জালে ধরা পড়ে মোস্ট ওয়ান্টেড জঙ্গি। সোমবার শাহনওয়াজ ছাড়াও আরও দুই জঙ্গিকে আটক করেছে দিল্লি পুলিশ। আপাতত তিনজনকে জেরা করা হচ্ছে বলেই খবর। প্রসঙ্গত, আগেও একবার গ্রেপ্তার করা হয়েছিল আইসিস জঙ্গি নেতাকে। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে যায়।

সোমবার সকাল থেকেই দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাদের সঙ্গেই যৌথভাবে অভিযানে নামে দিল্লি পুলিশও। তল্লাশি শুরু কিছুক্ষণের মধ্যেই দিল্লি থেকে মহম্মদ শাহনওয়াজকে গ্রেপ্তার করা হয়। গোপন ডেরায় লুকিয়ে ছিল এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি। কয়েকদিন আগেই শাহনওয়াজ-সহ চার জঙ্গির খোঁজ দিতে পারলেই ৩ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ।

Advertisement

[আরও পড়ুন: দিল্লিতে দিনভর কর্মসূচি তৃণমূলের, সকালে সেন্ট্রাল ভিস্তা, দুপুরে রাজঘাটে অবস্থান]

চলতি বছরের জুলাই মাসে একবার পুণে থেকে গ্রেপ্তার হয়েছিল শাহনওয়াজ ওরফে শাফি উজ্জামা। একদিনের জন্য পুলিশি হেফাজতে থাকার পর পালিয়ে যায় এই আইসিস জঙ্গি। দিল্লির বাসিন্দা শাহনওয়াজ পুণে ছাড়ার পরে রাজধানীতেই লুকিয়ে ছিল। তার সন্ধান পেতে ব্যাপক তল্লাশি চালায় এনআইএ। সোমবার দিল্লিতে তার গোপন ডেরা থেকেই পুলিশের হাতে গ্রেপ্তার হয় শাহনওয়াজ। তার দুই সঙ্গীকেও আটক করে দিল্লি পুলিশ। আপাতত তাদের জেরা করা হচ্ছে।

সূত্রের খবর, মহারাষ্ট্রে (Maharashtra) আইসিস আদর্শকে ছড়িয়ে দিতে বিশেষ মডিউল তৈরি করছিল শাহনওয়াজ। পেশায় ইঞ্জিনিয়ার শাহনওয়াজের সঙ্গী ছিল রিজওয়ান আবদুল হাজি আলি, আবদুল্লা ফৈয়াজ শেখ ও তালহা লিয়াকত খান। পুণেকে (Pune) কেন্দ্র করে গোটা দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর পরিকল্পনা ছিল এই চার জঙ্গি নেতার। এনআইএ সূত্রে জানা গিয়েছে, সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগোচ্ছিল তারা। 

[আরও পড়ুন: বিমানে আচমকা শ্বাসকষ্ট, ৬ মাসের একরত্তিকে বাঁচালেন দুই সহযাত্রী চিকিৎসক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement