Advertisement
Advertisement

Breaking News

নাশকতার জন্য বলিউড থেকে টাকা তুলছে আইএস জঙ্গিরা

ভারতে আইএস জঙ্গিদের কার্যকলাপের উপর লক্ষ রাখে যে নিরাপত্তা সংস্থা তারাই বিষয়টি জানতে পারে৷

ISIS Bollywood Extortion Plan

ফাইল ফটো

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2016 3:52 pm
  • Updated:May 28, 2016 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত বিরেতে ফোন গেল সলমন খানের মোবাইলে৷ অজানা কন্ঠস্বর বলে উঠল, “আবার জেলে যেতে চাও? চাইলে সে ব্যবস্থা করতে পারি৷ না চাইলে ৫ কোটি টাকা ট্রান্সফার কর অমুক ব্যাঙ্কের তমুক অ্যাকাউন্টে৷” উত্তরে কাঁপা কাঁপা গলায় সল্লু মিঞা যদি জিজ্ঞাসা করেও ফেলেন “কে/কারা আপনারা?” জবাবে শোনা যাবে দু’টি শব্দ– ‘আইএস’৷

এমন ঘটনা অবশ্য এখনও ঘটেনি৷ কিন্তু, ‘ঘটবে না’ এমনটাও জোর দিয়ে বলা যাচ্ছে না৷ কারণ মুম্বই প্রশাসনের একটি গোপন সূত্রের খবর বলছে ইতিমধ্যেই বিভিন্ন বলিউড সেলিব্রিটিকে ব্ল্যাকমেল করার প্রস্তুতি শুরু করেছে ইসলামিক স্টেট জঙ্গিদের ভারতীয় শাখা৷ বিশ্বজুড়ে একের পর এক জঙ্গি হামলা ও সন্ত্রাস চালানোর জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়, তার জোগানের জন্য এবার বলিউড সেলিব্রিটিদের উপর লক্ষ্যস্থির করেছে আইএস জঙ্গিরা৷

Advertisement

ভারতে আইএসের কার্যকলাপের উপর নজরদারি করে যে গোয়েন্দা বিভাগ তাদের সূত্রেই জানা গিয়েছে এই তথ্য৷ গোয়েন্দারা বলেছেন, বলিউডের বিশিষ্ট এবং ধনী তারকাদের ব্ল্যাকমেল করে তাদের থেকে টাকা আদায়ের জন্য পরিকল্পনা করছে আইএস৷ এ ব্যাপারে তারা কাজে লাগিয়েছে ভারতের আইএস জঙ্গি, তাদের সমর্থক ও সহযোগীদের৷ এই সমস্ত জঙ্গি ও তাদের সহযোগীরা গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই বলিউডের বাঘা বাঘা সেলিব্রিটিদের ব্ল্যাকমেল করে, তাদের থেকে মোটা টাকা জোগাড় করার পরিকল্পনা শুরু করেছিল৷ তালিকায় ছিল বলিউডের প্রথম সারির এবং জনপ্রিয়তম অভিনেতা-অভিনেত্রীদের নাম৷ কিন্তু, সেই ষড়যন্ত্র কার্যকর হওয়ার আগেই বিষয়টি প্রকাশ্যে চলে আসে৷

ভারতে আইএস জঙ্গিদের কার্যকলাপের উপর লক্ষ রাখে যে নিরাপত্তা সংস্থা তারাই বিষয়টি জানতে পারে৷ এরপরেই দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় এই ব্ল্যাকমেলিং চক্রে যুক্ত আইএস সহযোগীদের৷ গোয়েন্দারা জানায়, সেলিব্রিটিদের ব্ল্যাকমেল করার উদ্দেশে তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল জঙ্গিরা৷ সেই সূত্র ধরেই তাদের খোঁজ মেলে৷

বলিউডে অবশ্য টাকা আদায়ের ঘটনা নতুন নয়৷ বরাবরই অন্ধকার জগতের ডনদের টাকা দিয়ে সন্তুষ্ট রাখতে হয়েছে তাদের৷ কিন্তু, তাদের সঙ্গে আইএসের পার্থক্য অনেকটাই৷ গোয়েন্দারা জানিয়েছে. কিছু জঙ্গি ও আইএসের ব্ল্যাকমেল চক্রের সহযোগীকে গ্রেফতার করা হলেও বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে৷ তাই এখনই বিপদ কাটছে না বলিউডের সেলেবদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement