Advertisement
Advertisement

মুম্বইয়ের ধাঁচে অন্ধ্রে ভয়ঙ্কর হামলার ছক পাকিস্তানের

গোপন সূত্রে এই খবর পেয়েই চরম সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্রে৷ জলপথে জঙ্গিরা ঢুকে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের বাণিজ্যিক রাজধানীতে, খবর পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ সেই কারণে বড় বড় বন্দর ও পূর্বাঞ্চলের নৌ-কমান্ডের প্রধান অফিসকে সতর্ক থাকতে বলা হয়েছে৷

ISI plans Mumbai 26/11 type attacks on Visakhapatnam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 11:46 am
  • Updated:June 2, 2016 11:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার ঘা এখনও দগদগে৷ সেই ভয়ঙ্কর দিনের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে আইএসআই৷ মুম্বই হামলার ধাঁচেই এবার বিশাখাপত্তনমে হামলা করার ছক কষছে এই পাক গুপ্তচর সংস্থা৷

গোপন সূত্রে এই খবর পেয়েই চরম সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্রে৷ জলপথে জঙ্গিরা ঢুকে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের বাণিজ্যিক রাজধানীতে, খবর পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ সেই কারণে বড় বড় বন্দর ও পূর্বাঞ্চলের নৌ-কমান্ডের প্রধান অফিসকে সতর্ক থাকতে বলা হয়েছে৷ সম্প্রতি শ্রীলঙ্কায় কর্মরত এক আইএসআই এজেন্টকে গ্রেফতার করেছে অন্ধ্র পুলিশ৷ তাকে জেরা করেই জানা গিয়েছে, আইএসআই প্রতিনিয়ত বিশাখাপত্তনমের নৌ-বাহিনী ও নৌ-পরিষেবার খবর নিয়ে চলেছে৷ উল্লেখ্য, ২০০৮ সালে আরব সাগর পেরিয়ে জলপথেই মুম্বইয়ে প্রবেশ করেছিল পাক জঙ্গিরা৷

Advertisement

অন্ধ্রপ্রদেশ ডিজিপি জে ভি রামুদু জানান, “শ্রীলঙ্কায় অবস্থিত এক আইএসআই এজেন্টকে গ্রেফতারের পর থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলি পুরোদমে কাজ চালাচ্ছে৷ আমাদের গোটা দল ও নৌ-বিভাগের পুলিশরা সবসময় হাই অ্যালার্টে রয়েছি৷ হাজার হাজার মানুষের মধ্যে ‘স্লিপার সেল’কে আলাদা করা বেশ চ্যালেঞ্জিং কাজ৷ পুলিশ আরও জানিয়েছে, লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলিকে হামলার হুমকি দেওয়ার জন্য মদত দিচ্ছে আইএসআই৷ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে বিষয়টি বিস্তারিত জানানো হয়েছে৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবপ্রজন্মকে দলে আনার প্রচেষ্টা করে চলেছে পাক জঙ্গিরা৷ প্রতিবেশী দেশ ভারতে অশান্তি ছড়ানোই তাদের প্রধান লক্ষ্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement