সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতে ভারতের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলার ছক কষেছে পাকিস্তান৷ যার মূল হোতা পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই৷ এমনটাই জানাচ্ছেন ভারতীয় গোয়েন্দারা৷
আইবি রিপোর্টে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর বহু তালিবান জঙ্গিকে এদেশে ঢোকানোর চেষ্টা চলছে৷ সূত্রের খবর, ফোনে আড়ি পেতে ভারতীয় গোয়েন্দারা পুস্তু ভাষায় জঙ্গিদের কথোপকথন শুনেছেন৷ পাক অধিকৃত কাশ্মীরে নাকি এই তালিবান জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে৷ জানা গিয়েছে, এই জঙ্গি হামলার জন্য পাকিস্তান সোয়াট উপত্যকায় চলছে তালিবান জঙ্গিদের প্রশিক্ষণ৷ যে সোয়াট উপত্যকাই নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের শহর বলে পরিচিত৷
আইবি-র দেওয়া আরও একটি তথ্যে বলা হয়েছে, আইএসআই এখন লোকবলের অভাবে ভুগছে৷ তাই তারা ভারতে নাশকতা চালানোর জন্য আফগান ও পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা তালিবান জঙ্গিদের সাহায্যে নিচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.