Advertisement
Advertisement

Breaking News

পাঞ্জাবে আইএসআই মদতপুষ্ট জঙ্গি নেটওয়ার্ক ফাঁস, গ্রেপ্তার ৩ জঙ্গি

ভারতে জাল বিস্তার করছে পাক গুপ্তচররা।

ISI network busted in Punjab, 3 terrorist held
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2017 3:45 pm
  • Updated:June 4, 2017 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে পাক-গুপ্তচর সংস্থা আইএসআই একটি চক্র ফাঁস করা হয়েছে৷ এমনই দাবি করল পাঞ্চাব পুলিশ৷ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানা গিয়েছে৷

[‘পাকিস্তান একটা গুলি ছুড়লে ভারতীয় সেনাও গুলির হিসাব রাখবে না’]

Advertisement

রবিবার পাঞ্জাব পুলিশের তরফে এক বিবৃতি বলা হয়েছে, ধৃত গুরদয়াল সিং, জাগরুপ সিং ও সতবিন্দর সিং আইএসআই মদতপুষ্ট ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনের সদস্য৷ পুলিশের দাবি, এই তিনজনকেই ভারতে নাশকতা চালানোর জন্য প্রশিক্ষণ দিয়েছে আইএসআই৷

[ভুয়ো খবর ছড়াচ্ছে পাক সেনা, পাল্টা জবাব ভারতীয় সেনার]

গত ২১ মে পাঞ্চাবে অমৃতসর ভারত-পাক সীমান্তের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করে বিএসএফ৷ গ্রেপ্তার করা হয় মান সিং ও শের সিং নামে দুই সন্দেহভাজন জঙ্গিকে৷ প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ওই বিপুল পরিমাণ অস্ত্র ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনকে সরবরাহ করার জন্যই ভারতে আনা হচ্ছিল৷

[সংরক্ষিত আসনে বসে অন্য কেউ? ক্ষতিপূরণ মিলতে পারে ৭৫,০০০ টাকা]

জেরায় পুলিশ জানতে পেরেছে, গুরদয়ালের সঙ্গে ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনের প্রধান লখবীর রোডের পরিচয় করিয়ে দেয় ভারতীয় বংশোদ্ভূত জার্মানের বাসিন্দা বলবীর সিং৷ দীর্ঘদিন লাহোর ক্যান্টনমেন্ট এলাকায় ছিল গুরদয়াল৷ গত ৬-৭ বছরে বেশ কয়েকবার গুরদয়াল ও লখবীরের দেখা হয়েছে বলেও দাবি পুলিশের৷

[হাসপাতালে নেই শববাহী গাড়ি, এইভাবেই স্ত্রীর দেহ নিয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ]

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, গুরদয়াল সিংহের বাড়ি পাঞ্জাবেরই হোসিয়ারপুরে৷ জাগরুপ সিং ও সতবিন্দর সিং নবাবশহরের বাসিন্দা৷ গুরদয়াল ও জাগরূপকে বাড়িতে থেকে গ্রেফতার করেছে পুলিশ৷ অন্যদিকে, নিজের গ্রামের কাছে একটি চেকপোষ্ট তল্লাশির সময়ে ধরা পড়ে যায় সতবিন্দর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement