Advertisement
Advertisement

Breaking News

ভারতকে রক্তাক্ত করতে তৈরি ‘সমুন্দর জেহাদি’, ষড়যন্ত্র আইএসআই-এর

রাজ্যসভায় পেশ চাঞ্চল্যকর রিপোর্ট।

ISI mulls Mumbai like attack
Published by: Monishankar Choudhury
  • Posted:January 4, 2019 1:16 pm
  • Updated:January 4, 2019 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সমুদ্রপথে ভারতে হামলার ছক কষছে পাকিস্তানের জেহাদিরা। ২৬/১১-এর মুম্বইয়ে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় এই হামলা চালানোর ছক কষা হচ্ছে। ২৬/১১ কাণ্ডে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিকল্পনা অনুযায়ী আজমল কাসভ-সহ দশজন ফিদায়েঁ (আত্মঘাতী জঙ্গি) মুম্বইয়ের বিভিন্ন জায়গায় গণহত্যা চালিয়েছিল। এরা ছিল লস্কর-ই-তইবার সদস্য। ঠিক সেরকমই ফের সমুদ্রপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এদের পোশাকি নাম ‘সমুন্দর জেহাদি’ বা সমুদ্র জেহাদি। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ আহির।

এদিন রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে, কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আপাতদৃষ্টিতে দেখতে গেলে এই মুহূর্তে মুম্বই হামলার ধরনে কোনও হামলার কোনও আগাম খবর নেই। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের কাছে পাওয়া বিভিন্ন সূত্রে দেখা গিয়েছে, পাকিস্তানের মদতে তৈরি বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের সমুদ্র জেহাদ নামে দল তৈরি করেছে। এরা বিভিন্ন সমুদ্র পথ দিয়ে ভারতের মূল ভুখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। এর সবটাই হচ্ছে পাকিস্তানের ‘ডার্ক স্টেট’-এর নির্দেশে। বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানে ভারতীয় প্রভে উদ্বিগ্ন আইএসআই। তাই দিল্লির উপর চাপ বাড়াতে দেশে নাশকতার ছক কষছে কুখ্যাত পাক গোয়েন্দা সংস্থাটি।

Advertisement

উল্লেখ্য, কয়েক মাস আগে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল যে ভারতীয় নৌসেনাকে নিশানা করতে পারে জঙ্গিরা। একই কায়দায় দেশের বন্দরগুলিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর ও জইশ৷ গত কয়েক মাসে বহুগুণ ক্ষমতা বৃদ্ধি করেছে এই জঙ্গি সংগঠনগুলি৷ জলদস্যুদের কায়দায় যাতে তারা সমুদ্র পথে ভারতে হামলা চালাতে পারে, সেই উদ্দেশ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গোষ্ঠীর নির্বাচিত জঙ্গিদের৷ ব্যবস্থা করা হয়েছে অত্যাধুনিক অস্ত্রের৷ তাঁদের টার্গেটে রয়েছে বাণিজ্যিক জাহাজ থেকে শুরু করে তেল বোঝাই ট্যাঙ্কারগুলি৷ এক গোয়েন্দা শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রিপোর্টে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য৷ সেখানে বলা হয়েছে, জলপথে হামলা চালাতে পটু করে তুলতে ওই জঙ্গিদের কঠোর প্রশিক্ষণের ব্যবস্থা করেছে লস্কর ও জইশ৷ নৌসেনার কায়দায় সমুদ্রে ডুব সাঁতার দেওয়া শেখানো হচ্ছে এবং শ্বাসরোধ করে অনেকক্ষণ জলের তলায় থাকার কৌশল রপ্ত করানো হচ্ছে৷

জানা গিয়েছে, এবার জঙ্গিদের প্রশিক্ষণে সাহায্য করছে লস্কর ও জইশের বেশ কয়েকটি সংগঠন৷ যাদের মধ্যে অন্যতম লস্করের শাখা ফালাহ-ই-ইনসানিয়ত৷ এছাড়া রয়েছে আল দাওয়া ওয়াটার রেসকিউ, লাইফ লাইন ওয়াটার রেসকিউ ও রেসকিউ মিল্লি ফাউন্ডেশন৷ সূত্রের খবর, প্রশিক্ষণের জন্য পাঞ্জাব প্রদেশের গোপন জঙ্গি ঘাঁটিগুলিতে বেশ কয়েকটি গভীর জলাধার নির্মাণ করেছে জঙ্গি সংগঠনগুলি৷ সেখানে ডুব সাঁতার থেকে শুরু করে সাঁতারের বিভিন্ন কৌশল রপ্ত করানো হচ্ছে জঙ্গিদের৷

[ট্রাম্পের লাইব্রেরি খোঁচায় মোদির সমর্থনে কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement