Advertisement
Advertisement

Breaking News

আম্বানি পরিবারের রাজকীয় বিয়ে, আমন্ত্রণ পত্র দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

আমন্ত্রণ পত্র তৈরিতে কত খরচ হয়েছে জানেন?

 Isha Ambani's royal wedding invite 
Published by: Tanujit Das
  • Posted:November 11, 2018 5:13 pm
  • Updated:November 11, 2018 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারত তথা বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ইশা আম্বানি৷ সেই বিয়েতে যে রাজকীয় ছোঁয়া থাকবে একথা আর বলার অপেক্ষা রাখে না৷ তবে ওই বৈভব বা জৌলুসের মাত্রা কী হতে চলেছে, সেটা বোঝা গেল বিয়ের আমন্ত্রণ পত্রেই৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই বিয়ের আমন্ত্রণ পত্রের ছবি ও ভিডিও৷ যা একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ভারত এবং বিশ্বের অন্যান্য বিজনেস টাইকুন ও ধনী ব্যক্তিদের৷

[নামবদল ঘিরে বিতর্ক তুঙ্গে, এবার যোগীকে বিঁধলেন তাঁরই মন্ত্রিসভার সদস্য]

Advertisement

দীর্ঘদিনের প্রেমিক আনন্দ পরিমলের সঙ্গে আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন ইশা আম্বানি৷ ৮ ও ৯ ডিসেম্বর উদয়পুরে হবে বিয়ের অনুষ্ঠান৷ ১২ ডিসেম্বর মুম্বইয়ে হবে রিসেপশন পার্টি৷ গত সেপ্টেম্বরই ইতালিতে বাগদান পর্ব সেরেছেন তাঁরা৷ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের তারকা থেকে শুরু করে ক্রিকেট ও সাংস্কৃতিক জগতের নক্ষত্ররা৷ চলতি মাসেই বিয়ে করছেন বলিউডের দুই হার্টথ্রব দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং৷ শীঘ্রই বিয়ে করছেন ‘দেশী গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এবং বিখ্যাত গায়ক নিক জোনাসও৷ তাঁদের বিয়ে নিয়ে উত্তেজনা বাড়ছে অনুরাগীদের মধ্যে৷ কিন্তু অনামী হয়েও এদের সঙ্গে টক্কর দিচ্ছেন ইশা ও আনন্দ৷

[অযোধ্যায় মসজিদের দাবিতে সুর চড়ালেন কংগ্রেসের এই মন্ত্রী]

সদ্য মেয়ের বিয়ের প্রথম আমন্ত্রণ পত্র নিয়ে মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন নীতা আম্বানি ও মুকেশ আম্বানি। কিন্তু সেই সময়ে আমন্ত্রণ পত্রটি দেখা যায়নি৷ তবে অপেক্ষার অবসান ঘটেছে৷ প্রকাশ্যে এসেছে এই হাইভোল্টেজ ওয়েডিং-এর আমন্ত্রণ পত্র। যা দেখে কার্যত খাবি খাচ্ছেন রথী মহারথীরা৷ আমন্ত্রণ পত্রটি খুলতেই দেখা যাচ্ছে ইশা ও আনন্দের নামের প্রথম অক্ষর মিলিয়ে নকশা করে লেখা রয়েছে ‘আইএ’৷ এরপর পাওয়া যাবে একটি ডায়েরি যাতে রয়েছে বিবাহের আমন্ত্রণ৷ ডায়েরিতে রয়েছে ইশা এবং আনন্দের লেখা একটি চিঠি এবং বিয়ের সমস্ত অনুষ্ঠানের বর্ণনা৷ অন্য একটি বক্সের মধ্যে রয়েছে আরও চারটি ছোট ছোট বক্স৷তার মধ্যে রয়েছে লক্ষ্মীর ছবি এবং সোনা ও মূল্যবান পাথর সহযোগে তৈরি বেশ কয়েকটি লকেট৷ প্রতিটি আমন্ত্রণ পত্র তৈরিতে খরচ পড়েছে তিন লক্ষ টাকা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement