সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল ২০২৩ সালের আইসিএসই (ICSE) ও আইএসসি (ISC) পরীক্ষার সময়সূচি। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিএসই, ৪ ফেব্রুয়ারি থেকে আইএসসি পরীক্ষা। এমনটাই জানানো হয়েছে দি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (The Council for the Indian School Certificate Examinations) বা CISCE’র তরফ থেকে। এদিকে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।
জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৯ মার্চ পর্যন্ত চলবে আইসিএসই ও ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে আইএসসি পরীক্ষা। সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। করোনার আগে যে নিয়মে পরীক্ষা নেওয়া হত, সেই নিয়মেই এবার মূল্যায়ন হবে বলে জানানো হয়েছে।
জানানো হয়েছে, আইসিএসই-র অধিকাংশ পরীক্ষাই সকাল ১১টা থেকে হবে। তবে আঁকার পরীক্ষাগুলি হবে সকাল ৯টা থেকে। আইএসসি পরীক্ষাতেও আঁকার পরীক্ষাগুলি ওই সময়ই হবে। এদিকে আইএসসির কিছু পরীক্ষা হয়েছে দুপুর ২টো থেকে। কোনও কোনও দিন দশম ও দ্বাদশ দুই শ্রেণিরই পরীক্ষা রাখা হয়েছে। করোনা বিধি মেনেই পরীক্ষা হবে। তবে মূল্যায়ন হবে করোনা পূর্ববর্তী পদ্ধতিতে।
গত দু’বছর ধরেই করোনার প্রকোপে বিঘ্নিত হয়েছে আইসিএসই, আইএসসি বোর্ডের ফাইনাল পরীক্ষা। ২০২০ সালে মাঝপথে বন্ধ হয়ে যায় পরীক্ষা। একই ভাবে ২০২১ সালেও নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া যায়নি। অতিমারী ছাড়াও ওই সময় পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটও ছিল। তাই পিছিয়ে যায় পরীক্ষা। তবে এবার যেহেতু করোনার সংক্রমণ কমেছে, তাই নির্ধারিত সময়ে বিনা বাধাতেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.