দীপঙ্কর মন্ডল: ICSE দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা হল রবিবার। পরীক্ষার্থীরা cisce.org, results.cisce.org, results.nic.in – এই তিনটি ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন। এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। বোর্ডের তরফে জানানো হয়েছে, ২০২২ সালে পাশের হার ৯৯.৩৮ শতাংশ। ছাত্রদের পিছনে ফেলে পাশের হারে এগিয়ে গিয়েছে ছাত্রীরা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬ হাজার ৯৪০ জন। প্রথম স্থানে রয়েছে ১৮ জন পড়ুয়া।
আইএসসি সর্বভারতীয় মেধা তালিকা প্রথম ৩-এ আছেন ১৫৪ জন। তার মধ্যে বাংলার ৪১ জন পড়ুয়া রয়েছে। সর্বভারতীয় তালিকায় প্রথম স্থানাধিকারী ১৮ জন। তাদের প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। তার মধ্যেই রয়েছেন বাংলার ৬ পড়ুয়া।
১) কলকাতার দ্য ফ্রাঙ্ক এন্টনি পাবলিক স্কুলের ছাত্র মহম্মদ আর্শ মুস্তফা
২) সল্টলেক ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী প্রতিতি মজুমদার
৩) কলকাতার জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ছাত্রী অপূর্বা কাশিশ
৪) পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন এর ছাত্রী পৃথ্বীজা মন্ডল
৫)আলিপুরদুয়ার বীরপাড়া সানসাইন স্কুলের ছাত্র নিখিল কুমার প্রসাদ
৬) উত্তর ২৪ পরগনা দেবপুকুর সেন্ট ক্ল্যারেট স্কুলের ছাত্র অভিষেক বিশ্বাস
পশ্চিমবঙ্গেও পাশের হারে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। এরাজ্যে মোট পরীক্ষার্থী ছিল ২৭ হাজার ৫৬৯। বাংলায় আইএসসিতে পাশের হার ৯৯.১৫ শতাংশ।
৯৯.৫০ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ৫৮ জন। বাংলার ১৯ পড়ুয়া রয়েছে দ্বিতীয় স্থানে।
কোভিড পরিস্থিতির কারণেই ২০২১-২০২২ সালের দ্বাদশ শ্রেণির পরীক্ষা দুই ভাগে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে প্রথম সেমেস্টারের পরীক্ষা নেওয়া হয়েছিল। দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হয়েছিল ২০২২ সালের এপ্রিল-মে মাসে। প্রথম সেমেস্টারের ফলাফল প্রকাশিত হয়েছিল ৭ ফেব্রুয়ারি। তবে মার্কশিট পাননি পরীক্ষার্থীরা। চূড়ান্ত ফলাফলের পরেই নম্বর জানা যাবে। প্রসঙ্গত, গত বছর আইএসসিতে পাশের হার ছিল ৯৯.৭৬ শতাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.