Advertisement
Advertisement

Breaking News

ISC

প্রশ্নপত্রই উধাও, স্থগিত ISC-র সাইকোলজি পরীক্ষা, জেনে নিন নতুন দিন

২৭ মার্চ পরীক্ষা হওয়ার কথা ছিল।

ISC Class 12 Psychology paper postponded

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:March 26, 2024 6:34 pm
  • Updated:March 26, 2024 7:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থগিত আইএসসির সাইকোলজির পরীক্ষা। সিআইএসসিইর দ্বাদশ শ্রেণির পরীক্ষার মাত্র ২৪ ঘণ্টা আগে উধাও প্রশ্নপত্রের প্য়াকেট। যার জেরে আগামিকাল অর্থাৎ ২৭ মার্চ পরীক্ষা হচ্ছে না। বিজ্ঞপ্তিতে পরীক্ষার নতুন দিনও জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে সিআইএসসিই জানিয়েছে, প্রশ্নপত্রের প্যাকেট খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে দ্বাদশ শ্রেণির সাইকোলজির পরীক্ষা হচ্ছে না। পরিবর্তে পরীক্ষা হবে ৪ এপ্রিল। নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। 

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: দিলীপের ‘কুমন্তব্য’ নিয়ে জেলাশাসকের রিপোর্ট চাইল কমিশন, তৃণমূলের অভিযোগেই ব্যবস্থা]

২৭ মার্চ পরীক্ষা দুপুর ২টো থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। শেষ হত বিকেল ৫টায়। কিন্তু প্রশ্নপত্র হারিয়ে যাওয়ায় তা হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরীক্ষার ২৪ ঘণ্টা আগে কীভাবে প্রশ্নপত্র হারিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আচমকা পরীক্ষা বাতিল হওয়ায় বিপাকে কয়েক হাজার পড়ুয়া। ইতিপূর্বে কেমিস্ট্রি পরীক্ষাও স্থগিত হয়েছিল। 

[আরও পড়ুন: বরানগরে সজল, ভগবানগোলায় ভাস্কর, রাজ্যে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ