ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থগিত আইএসসির সাইকোলজির পরীক্ষা। সিআইএসসিইর দ্বাদশ শ্রেণির পরীক্ষার মাত্র ২৪ ঘণ্টা আগে উধাও প্রশ্নপত্রের প্য়াকেট। যার জেরে আগামিকাল অর্থাৎ ২৭ মার্চ পরীক্ষা হচ্ছে না। বিজ্ঞপ্তিতে পরীক্ষার নতুন দিনও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সিআইএসসিই জানিয়েছে, প্রশ্নপত্রের প্যাকেট খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে দ্বাদশ শ্রেণির সাইকোলজির পরীক্ষা হচ্ছে না। পরিবর্তে পরীক্ষা হবে ৪ এপ্রিল। নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
CISCE postpones class 12 psychology exam citing loss of question paper packet
— Press Trust of India (@PTI_News) March 26, 2024
২৭ মার্চ পরীক্ষা দুপুর ২টো থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। শেষ হত বিকেল ৫টায়। কিন্তু প্রশ্নপত্র হারিয়ে যাওয়ায় তা হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরীক্ষার ২৪ ঘণ্টা আগে কীভাবে প্রশ্নপত্র হারিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আচমকা পরীক্ষা বাতিল হওয়ায় বিপাকে কয়েক হাজার পড়ুয়া। ইতিপূর্বে কেমিস্ট্রি পরীক্ষাও স্থগিত হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.