Advertisement
Advertisement

এবার পেটিএমের নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন

এমনকী ফুটপাথের দোকানগুলিতেও চলছে পেটিএমে লেনদেন৷ এবার সেটির নিরাপত্তা নিয়েও উঠল বড় প্রশ্ন৷

 Is using Paytm Safe, asks Congress
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 4:17 pm
  • Updated:December 15, 2016 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশলেস লেনদেনে দেশেকে এগিয়ে নিয়ে যেতে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর তাই হু হু করে বেড়েছে পেটিএমের জনপ্রিয়তা৷ রেস্তরাঁ, ইলেকট্রিকের বিল মেটানো থেকে ফোন রিচার্জ-সব ক্ষেত্রেই এই জনপ্রিয় ই-ওয়ালেটের সহায়তা নিচ্ছেন সাধারণ মানুষ৷ এমনকী ফুটপাথের দোকানগুলিতেও চলছে পেটিএমে লেনদেন৷ এবার সেটির নিরাপত্তা নিয়েও উঠল বড় প্রশ্ন৷

কংগ্রেসের জাতীয় মুখপাত্র অভিষেক মনু সিংভি তুলেছেন এই প্রশ্ন৷ তাঁর দাবি, পেটিএম আগে একবার হ্যাক করা হয়েছিল৷ তাঁর প্রশ্ন, তাহলে কি এই ই-ওয়ালেট ব্যবহার করা নিরাপদ? এই অ্যাপ ব্যবহার করার অর্থ গ্রাহকদের হ্যাকারদের হাতে তুলে দেওয়া৷ পাশাপাশি তাঁর প্রশ্ন সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা কি খতিয়ে দেখা হয়েছে? এমনকী সরকার যে ই-ওয়ালেট চালু করছে, তার নিরাপত্তা কতটা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷

Advertisement

অনলাইন পেমেন্টে নিরাপত্তার অভাবের কথা বলেছিল ‘কোয়ালকম’ নামে একটি সংস্থাও৷ তাদের মতে এই ধরনের অ্যাপগুলি নিরাপদ নয়৷ কেননা মোবাইলগুলিতে হার্ডওয়ার লেভেলে কোনও নিরাপত্তা ব্যবস্থা সেই অর্থে থাকে না৷ তবু ক্যাশলেস হওয়ার পথে দেশ যখন এগোচ্ছে তখন ই-ওয়ালেটে ভরসা রাখা ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই জনগণের হাতে৷ তবে কংগ্রেসের এই কথায় পেটিএমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement