সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক কাণ্ড-কারখানার পর রোহতকের জেলে ঢোকানো সম্ভব হয়েছে বাবা রাম রহিমকে। কিন্তু ভণ্ড বাবা কি জেলে নেই? নাকি জেলের মধ্যেও আছে বহাল তবিয়তেই? সম্প্রতি সে জল্পনা উসকে দিল জামিনে মুক্ত এক বন্দি।
[ ‘বস’কে মহিলা হোম গার্ডের ম্যাসাজ, ভাইরাল ভিডিওয় ছড়াল চাঞ্চল্য ]
রাহুল নামে ওই বন্দি রোহতকের জেলেই ছিল। সদ্য জামিনে মুক্ত পেয়ে বাইরে এসেছে। রাম রহিম সম্পর্কে বলতে গিয়ে সে জানায়, ভণ্ড বাবাকে যে রোহতকের জেলে আনা হয়েছে এ কথা শুনেছেন বন্দিরা। এর জেরে সাধারণ বন্দিদের গতিবিধিতেও অনেক রাশ টানা হয়েছে। কিন্তু তাদের কেউই রাম রহিমকে চোখে দেখেননি, ধর্ষণের দায়ে সশ্রম কারাদণ্ড হয়েছে বাবার। জরিমানা অনাদায়ে তার মেয়াদ আরও বাড়বে। কিন্তু রাহুলের কথায় তা নিয়েও ধন্দ দেখা দিয়েছে। রাহুল জানাচ্ছেন, তাঁরা কোনওদিন রাম রহিমকে কোনও কাজ করতে দেখেননি। জেলের নৈমিত্তিক কাজও সে করে বলে মনে হয় না। স্বাভাবিকভাবেই রাহুলের এ প্রশ্ন নানা জল্পনা উসকে দিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি রাম রহিম জেলে নেই? অবশ্য রাহুলের অপর একটি কথায় তা নাকচও হচ্ছে। সে জানাচ্ছে, সাধারণ বন্দিদের বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে দেওয়ার সময় ধার্য করা হয়েছে ২০ মিনিট। রাম রহিমের লোক এলে দু’ঘণ্টা করে থাকে। এ কথাই ইঙ্গিত মিলছে, জেলের মধ্যেই আছে ভণ্ড বাবা। তখনই উঠছে অপর প্রশ্ন। তাহলে কি জেলের মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে ডেরা প্রধান? আগেও এ অভিযোগ উঠেছে। তবে জেল কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছিল। জানিয়ে দিয়েছিল, রাম রহিমের সঙ্গে এরকম ব্যবহারের কোনও প্রশ্নই ওঠে না। কিন্তু রাহুলের কথা সত্যি ধরলে, সে প্রশ্ন উঠতে বাধ্য। কেননা আর পাঁচটা জেলের বন্দিদের সঙ্গে থাকলে রাম রহিমকেও একই কাজে হাত লাগাতে হত।
While rest of the prisoners can only meet visitors for 20 minutes, when #RamRahim ‘s visitors come they are allowed to stay for 2 hours. We have never seen him work either,don’t think he does any jail work: Rahul,Rohtak jail prisoner out on bail
— ANI (@ANI) November 14, 2017
নেতা-মন্ত্রীদের ক্ষেত্রে জেলে ভিআইপি ট্রিটমেন্ট নতুন কিছু নয়। জেলের মধ্যে শশীকলার নিজস্ব রান্নাঘরের খোঁজ দিয়ে প্রশাসনের কোপের মুখে পড়েছিলেন আইপিএস অফিসার। রাম রহিমের ক্ষেত্রেও কি গোপনে সেরকম কোনও কার্যকলাপ চলছে?জামিনে মুক্ত রাহুলের দেওয়া তথ্যে সে জল্পনাই নতুন করে মাথাচাড়া দিচ্ছে।
There are a lot of restrictions now after #RamRahim was brought in, rest of the prisoners can’t move freely. None of us have ever seen him, we are just told he is lodged here: Rahul,Rohtak jail prisoner out on bail pic.twitter.com/z3nv7abrt4
— ANI (@ANI) November 14, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.