Advertisement
Advertisement

এই বিষয়ে মার্কিন মুলুকের থেকেও এগিয়ে ভারত!

ভারতের থেকে নানা বিষয়ে অনেক এগিয়ে থেকেও যা এখনও অর্জন করতে পারেনি মার্কিন মুলুক৷

Is India really ahead of USA in this issue?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 7, 2016 10:23 am
  • Updated:December 7, 2016 10:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দিরা গান্ধী থেকে শুরু করে জয়ললিতা, মায়াবতী, মমতা বন্দ্যোপাধ্যায়- ভারতের মহিলা রাজনীতিকদের তালিকা বেশ সমৃদ্ধ৷ এঁরা প্রত্যেকেই প্রশাসনিক পদের শীর্ষে বসেছেন৷ ভারতের থেকে নানা বিষয়ে অনেক এগিয়ে থেকেও যা এখনও অর্জন করতে পারেনি মার্কিন মুলুক৷ সম্প্রতি এই প্রসঙ্গই তুলে আনলেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ৷

মার্কিন মুলুকের রাষ্ট্রপতি নির্বাচনে হিলারি ক্লিনটনের পরাজয় চমকে দিয়েছিল গোটা বিশ্বকে৷ নানাভাবে তাঁর হারের ময়নাতদন্ত হয়েছে৷ আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা চুলচেরা বিশ্লেষণ করেছেন৷ তবে অনেকেই বলেছেন, মার্কিনরা যত শিক্ষিত ও সভ্যই হোক না কেন, এখনও দেশের শীর্ষে কোনও মহিলাকে বসাতে রাজি নয়৷ হাজারও দিকে এগিয়ে থাকলেও লিঙ্গবৈষম্যের এ রাজনীতি ঝাঁ-চকচকে সভ্যতাতে যে রয়ে গিয়েছে, তা অস্বীকার করেননি অনেকেই৷ ঠিক এই জায়গাতেই ভারতকে এগিয়ে রাখলেন ক্যাটরিনা৷ এ দেশে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছেন৷ সদ্যপ্রয়াতা জয়ললিতা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসেছেন৷ কিন্তু সেই গৌরব নেই মার্কিন মুলুকের৷ ভারত সম্পর্কে এভাবেই গর্বিত অভিনেত্রী৷

Advertisement

তবে তা সত্ত্বেও এ দেশে যে লিঙ্গবৈষম্য চলে আসছে, তা নিয়ে আক্ষেপ ক্যাটরিনার৷ দুঃখজনক হলেও এ ঘটনা যে হয় তা স্বীকার করে নিলেন তিনি৷ আর তাই তাঁর আবেদন, সবরকম নির্যাতনের বিরুদ্ধে যেন মুখ খোলেন মেয়েরা৷ কেননা কোনওভাবেই নারী দূর্বল নয়৷ দেশের নারীরা যেন এ কথা বোঝেন, এটাই প্রত্যাশা অভিনেত্রীর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement