Advertisement
Advertisement

সরকারের নিত্যনতুন নিয়মের গেরোয় আরও নাজেহাল আম জনতা

নোট বাতিলে সরকারী নিয়মের ক্রমাগত পরিবর্তন কী মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে?

Is Government’s constant changes in Note Ban rule confusing people?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 17, 2016 5:39 pm
  • Updated:November 17, 2016 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট চাই, নোট নাই৷ আবার নিয়মের পরিবর্তনেরও যেন শেষ নাই৷ প্রধানমন্ত্রী মোদির নোট বাতিলের পর থেকেই তোলপাড় দেশ৷ অষ্টম দিনেও ব্যাঙ্ক, এটিএম-এর সামনে লাইন ছোট হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ তাও দেশের কথা ভেবে মানুষ এই কষ্টও হাসিমুখে মেনে নিয়েছেন৷ কিন্তু সরকারের নিত্যনতুন নিয়মের রোজনামচায় আরও নাজেহাল আম জনতা৷

এই পরিবর্তনের কিছু নমুনা এই রূপ৷

Advertisement

পুরনো নিয়ম – একদিনে মাথাপিছু ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন মানুষ৷ আর সপ্তাহে টাকা তোলার সর্বোচ্চ সীমা ২০,০০০ টাকা৷

নতুন নিয়ম –

  • সপ্তাহে ২৪,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে৷
  • কৃষকরা প্রতি সপ্তাহে মাথাপিছু ২৫,০০০ টাকা তুলতে পারবেন ব্যাঙ্ক থেকে৷
  • রেজিস্টার করা ব্যবসায়ীরা তুলতে পারবেন ৫০,০০০ টাকা পর্যন্ত৷
  • এবং বিয়ের জন্য তোলা যাবে এককালীন ২.৫ লক্ষ টাকা৷

পুরনো নিয়ম  একজন ব্যক্তি সর্বোচ্চ ৪,৫০০ টাকা পর্যন্ত নোট বদল করতে পারবেন৷  

নতুন নিয়ম এখন মাথাপিছু নোট বদলের সর্বোচ্চ সীমা ২০০০ টাকা৷

পুরনো নিয়ম – নোট বদলের ক্ষেত্রে শুধুমাত্র সরকার স্বীকৃত পরিচয় পত্র লাগবে৷

নতুন নিয়ম – প্রতিবার নোট বদলের পর ডান হাতে কালির চিহ্ন দেওয়া হবে৷

পুরনো নিয়ম  প্রথমে বলা হয়েছিল ১৪ নভেম্বর পর্যন্ত নোট বদল করা যাবে৷

নতুন নিয়ম পরে জানানো হয়, ৩০ ডিসেম্বর পর্যন্ত নোট অদল-বদল করা যাবে৷

পুরনো নিয়ম  পুরনো নোট সরকারি দোকান, হাসপাতাল, রেল ও মেট্রোর কাউন্টারে ১৪ নভেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে৷

নতুন নিয়ম সরকারি দোকান, হাসপাতাল, রেল ও মেট্রোর কাউন্টারে ২৪ নভেম্বর পর্যন্ত পুরনো নোট নেওয়া হবে৷

যতদিন দিন যাচ্ছে, পরিবর্তনের এই তালিকা ততই লম্বা হচ্ছে৷ আসল-নকলের ফাঁদে পড়ে এমনিতেই সাধারণ মানুষের জীবন জেরবার৷ এর উপরে গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে এই নিয়মের গ্যাঁড়াকল৷ সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ কতদিন ঢিকবে? সেই উত্তর মানুষই দিতে পারবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement