সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিম আগে না মুরগি আগে? এই ধাঁধা বা অদ্ভুত প্রশ্ন শুনে মাথা চুলকে ভাবতে বসেননি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। এবার উঠল এক অন্য প্রশ্ন। মুরগি (Chicken) কি পশু? এক জনস্বার্থ মামলায় গুজরাট হাই কোর্টে (Gujarat High Court) উঠল এমনই প্রশ্ন।
ঠিক কী নিয়ে ছিল এই মামলা? কসাইখানায় নয়, রাস্তার উপরে অবস্থিত মুরগির দোকানেই পাখিগুলিকে মারা নিয়ে আপত্তি করে মামলা দায়ের করা হয়েছিল। পোলট্রি ব্যবসায়ী ও মুরগির দোকানের মালিকদের আশা, হাই কোর্ট তাঁদের আরজি শুনে দোকান খোলার অনুমতি দেবে।
অহিংসা মহাসংঘ ও পশুকল্যাণ ফাউন্ডেশনের করা মামলায় এর আগে গুজরাট হাই কোর্ট মুরগির দোকানে মুরগি নিধনে নিষেধাজ্ঞা জারি করেছিল। আদালত জানিয়েছিল, পরিচ্ছন্নতার দিকে নজর দিক মুরগির দোকানগুলি। আর তাই নিয়ম ভাঙার অভিযোগে মুরগির দোকানগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরই গুজরাটের বহু পুরসভাই মুরগির দোকানগুলি বন্ধ করে দিয়েছিল। এর মধ্যে সবচেয়ে আগে সুরাট পুরসভা। বহু দোকানই বন্ধ করে দেওয়া হয়েছে কসাইখানায় না কেটে দোকানে মুরগি নিধন করার অভিযোগে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.