সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নাম ইন্ডিয়া (India) থেকে পালটে ভারত (Bharat) করা হবে। বেশ কয়েকদিন ধরেই তুঙ্গে উঠেছে এই জল্পনা। এই পরিস্থিতিতে সামনে সংখ্যাতত্ত্বের হিসেব! বিশিষ্ট সংখ্যাতত্ত্ববিদ সঞ্জয় বি জুমানি দাবি করলেন, দেশের নাম ইন্ডিয়া থেকে কেবল ভারত করা হলে ভালই হবে। তবে তাঁর মতে, সেই হিসেবে যদি দেশের নাম হিন্দুস্থান রাখা হত, তাহলে সবচেয়ে ভাল হত।
ঠিক কী বলেছেন তিনি? সঞ্জয়ের দাবি, গত দুই দশক ধরেই সংখ্যাতত্ত্ববিদরা দাবি জানিয়ে এসেছেন ইন্ডিয়া নামটি বদলে দেওয়ার। কিন্তু তা শোনা হয়নি। এবার যদি সত্য়িই তেমন কিছু হয়, তাহলে সেটা সংখ্যাতত্ত্বের হিসেবে ভালই হবে। যদিও সংবিধান অনুসারে এদেশের নাম ভারত ও ইন্ডিয়া, দুটোই।
যাই হোক, যদি সত্যি দেশের নাম আর ইন্ডিয়া না রেখে কেবল ভারত রাখা হয়, তাহলে কেন তা সংখ্যাতত্ত্বের হিসেবে ভাল? আসলে ভারত নামকরণটি সংখ্যা হিসেবে ১৫-কে নির্দেশ করে। যা শুক্রের প্রতিনিধিত্ব করে। যা ভালবাসা, শান্তি ও ঐক্যকে বোঝায়। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সংখ্যাটি ১২। এই সংখ্যা সাধারণ ভাবে আক্রান্তের প্রতীক। তবে ভারতের চেয়েও হিন্দুস্থান নামটি তাঁরা বেশি পছন্দ করছেন সংখ্যাতত্ত্বের হিসেবে। কাজেই তাঁদের মত, যদি শেষপর্যন্ত দেশের নাম না বদলানো হয়, তাহলে অন্তত ইন্ডিয়ার থেকে বেশি ব্যবহার করা হোক ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.