Advertisement
Advertisement

Breaking News

পুরনো নোট বদলে আপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির

তিওয়ারির অভিযোগ, ৫ ও ২৫ টাকার টিকিট বেচে ডিটিসি এত পুরনো নোট কোথায় পেল ?

Is Arvind Kejriwal’s AAP using DTC to exchange illegal currency notes?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 2, 2016 9:33 am
  • Updated:August 12, 2021 7:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো নোট বদল নিয়ে আপের বিরুদ্ধে বড়সর দূর্নীতির অভিযোগ তুলল বিজেপি। দলীয় ফান্ডের নোট বদলাতে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনকে ব্যবহার করছে আম-আদমি-পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের দলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি। ডিটিসির তরফে ৩ কোটি টাকা রাজস্ব জমা দিতে গেল বিষয়টি সামনে আসে। অভিযোগ এই রাজস্বের প্রায় সব টাকাই পুরনো নোটের। তিওয়ারির অভিযোগ ৫ ও ২৫ টাকার টিকিট বেচে ডিটিসি এত বাতিল হওয়া নোট কোথায় পেল? ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙের দ্বারস্থ তিওয়ারি। তাঁর দাবি, সাধারণত নিম্ন মধ্যবিত্ত লোকজনই ডিটিসির বাস ব্যবহার করে। তাতে ভাড়া মাত্র ৫-১০টাকা, খুব বেশি হলে ২৫ টাকা। এর আগে ডিটিসিকে কখনও এত টাকার নোটে রাজস্ব জমা দিতে দেখা যায়নি। তবে শুধু দিল্লির লেফটেন্যান্ট গভর্নরই নয়, বিজেপির তরফে দুর্নীতিদমন শাখার কাছেও আপের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

মনে করা হচ্ছে, দলের যে অনুদান জমা পড়ে সেই টাকা দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের মাধ্যমে বদল করছে আপ। এদিকে আপের তরফে পালটা দাবি করা হয়েছে তাঁরাও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এসিবির কাছে অভিযোগ দায়ের করেছে। তাঁদের অভিযোগ, বিজেপিই নোট বদল করতে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনকে ব্যবহার করছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement