Advertisement
Advertisement

Breaking News

দশ টাকার কয়েন এখন অচল?

মাথায় হাত ব্যবসায়ীদের!

Is 10 Rs Coin No More Valid?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 5, 2016 10:40 am
  • Updated:November 5, 2016 10:40 am  

স্টাফ রিপোর্টার: দশ টাকার কয়েন অচল, এই গুজবে তোলপাড় মুরারই৷ এই গুজবের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য৷ এর পিছনে একশ্রেণির স্বার্থান্বেষী ব্যক্তিদের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ মালদহের কালিয়াচক থেকে কিছু ব্যক্তি পাঁচ বা ছ’ টাকার বিনিময়ে দশ টাকার কয়েন সব নিয়ে নিচ্ছে বলে খবর৷ রামপুরহাটের মহকুমা শাসক জানিয়েছেন, দশ টাকার কয়েন বাতিল হওয়ার কোনও নির্দেশ রিজার্ভ ব্যাঙ্ক থেকে আসেনি৷
ঝাড়খণ্ড ঘেঁষা মুরারই বাজারে প্রতিদিন প্রচুর মানুষ কেনাকাটা করেন৷ ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ এখানে আসেন৷ ব্যবসায়ীদের হিসাবে, দৈনিক কয়েক কোটি টাকার লেনদেন হয় এখানে৷ আচমকাই দশ টাকার কয়েন অচল গুজবে মাথায় হাত ব্যবসায়ীদের৷ মুরারই স্টেশন লাগোয়া দশকর্মা ভাণ্ডারের মালিক জগন্নাথ মণ্ডল বলেন, “দুর্গাপুজোর পর থেকে ছটপুজো পর্যন্ত আমাদের খুচরো বাজার চলে৷ কিন্তু গুজবের জেরে আমরা বিপাকে পড়েছি৷ কোনও খদ্দেরই কয়েন নিতে চাইছেন না৷”
আরেক ব্যবসায়ী অরূপ দত্ত বলেন, “পুজোর আগেই ব্যাঙ্ক থেকে একবস্তা দশ টাকার কয়েন তুলেছি৷ এখন বলছে অচল৷ এভাবে তো ব্যবসা করাই দায়৷” এই মওকায় মালদহের কালিয়াচক থেকে একদল লোক এসে পাঁচ বা ছ’ টাকায় দশ টাকার কয়েন সব কিনে নিয়ে যাচ্ছে৷
এ সম্পর্কে রামপুরহাটের মহকুমা শাসক সুপ্রিয় দাস বলেন, “দশ টাকা কয়েন বাতিলের কোনও নির্দেশ রিজার্ভ ব্যাঙ্ক থেকে আসেনি৷ এই কয়েন তৈরি করতে ভারত সরকারের ২০-৩০ টাকার মতো খরচ হয়৷ মনে হচ্ছে, কয়েনের উন্নতমানের মেটাল দিয়ে কেউ কালোবাজারি করছে৷” গুজব থেকে নিস্তার পেতে কোনও সরকারি ব্যাঙ্কে গিয়ে কয়েনের বদলে নোট নেওয়ার পরামর্শ দেন তিনি৷ কালোবাজারির বিষয়টির উপর পুলিশকে নজর রাখতে বলা হয়েছে বলে মন্তব্য করেন মহকুমা শাসক৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement