Advertisement
Advertisement

নিজের দলের নাম ঘোষণা করলেন মণিপুরের ‘আয়রন লেডি’

২০১৭ সালের মণিপুর বিধানসভা নির্বাচনে লড়বে তাঁর ‘পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স’৷

Irom Sharmila launches new party for Manipur assembly polls next year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 4:26 pm
  • Updated:January 28, 2020 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড় দশক পর অনশন ভেঙেই জানিয়ে দিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী হতে চান৷ চান রাজ্যের রাজনৈতিক মঞ্চে ক্ষমতা হাতে নিয়ে আফস্পার বিরুদ্ধে লড়তে৷ সেই সিদ্ধান্তের পথেই পা বাড়ালেন ইরম চানু শর্মিলা৷ ঘোষণা করলেন নিজের দলের নাম৷ পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স অর্থাৎ গণ পুনরূত্থান ও বিচার জোট৷

২০০০ সালের ২ নভেম্বর অনশন শুরু করেন শর্মিলা৷ মণিপুরে আর্মড ফোর্স স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট (AFSPA) প্রত্যাহারের দাবিতে দীর্ঘ ১৬ বছর ধরে অনশন চালিয়ে যান৷ আচমকা তাঁর অনশন ভাঙার খবরে শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে৷ আগস্ট মাসে অনশন ভাঙার সময় বিয়ে করবেন বলেও জানিয়েছিলেন শর্মিলা৷ সেই সঙ্গে চেয়েছিলেন নির্বাচনে লড়তে৷ সংসার এখনও পাতা হয়নি বটে কিন্তু নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মণিপুরের মানবাধিকার কর্মী৷

Advertisement

২০১৭ সালের মণিপুর বিধানসভা নির্বাচনে লড়বে শর্মিলার দল৷ এদিন শর্মিলা বলেন, এই রাজনৈতিক পরিবর্তন মণিপুরকে এমন এক স্থানে পরিণত করবে যেখানে আফস্পার মতো আইন সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করবে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement