Advertisement
Advertisement

Breaking News

অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক আইআরসিটিসি কর্মীদের

আইআরসিটিসি কর্তৃপক্ষের কাছে একাধিক দাবি তুলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন রেলে আইআরসিটিসি-র নিযুক্ত কর্মীরা৷

irctc workers call for service break in west bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 2:00 pm
  • Updated:January 16, 2020 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার আইআরসিটিসি কর্মীদের আচমকা কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়লেন রেল যাত্রীরা৷

আইআরসিটিসি কর্তৃপক্ষের কাছে একাধিক দাবি তুলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন চুক্তিভিত্তিতে নিযুক্ত কর্মীরা৷ এঁরাই ট্রেনে যাত্রীদের খাবার তৈরি করে ডেলিভারি দেন৷ এদিন হাওড়া-যশবন্তপুর, হাওড়া-দীঘা দুরন্ত এক্সপ্রেস-সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখার বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেন থেকে হঠাৎই নেমে পড়েন কর্মীরা৷ পূর্ব কোনও ঘোষণা ছাড়াই এমন ঘটনা ঘটানোয় চূড়ান্ত নাজেহাল হতে হয় যাত্রীদের৷ গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন আইআরসিটিসি-র চিফ জেলারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র৷ তিনি বলেন, “অনেক দিন ধরেই কর্মীরা নিজেদের ক্ষোভের কথা আমাদের জানিয়েছিল৷ যাত্রীদের আচরণ মেনে নেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছিল ওরা৷ এ নিয়ে বৈঠকও হয়েছে৷ যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধানের উপায় খোঁজা হচ্ছে বলেও জানাই আমরা৷ কিন্তু কিছু না জানিয়ে এমন হুট করে এত বড় সিদ্ধান্ত নেওয়া ওদের একেবারেই উচিত হয়নি৷”

Advertisement

এতে যাত্রীদের অসুবিধা হবে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি৷ এমনকী, যাঁরা কর্মবিরতির ডাক দিয়েছে, তাঁদের বরখাস্ত করার ইঙ্গিতও দিয়ে রাখলেন দেবাশিস চন্দ্র৷ তবে যাত্রীদের আশ্বস্ত করে তিনি জানান, আইআরসিটিসি বিভাগের স্টাফদের যাত্রী পরিষেবার কাজে পাঠানো হচ্ছে৷ ফলে রবিবার দুরপাল্লার ট্রেনে যাত্রীদের সময়মতো খাবার পেতে সমস্যা হবে না৷ আগামিকাল অর্থাৎ সোমবারের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement