Advertisement
Advertisement
IPL 2024:

অ্যাপের মাধ্যমে আইপিএলে দেদার বেটিং! পর্দাফাঁস পুলিশের, উদ্ধার লক্ষ লক্ষ টাকা

ওই বেটিং চক্রের মূল পান্ডা লন্ডন নিবাসী। চার বুকিকে গ্রেপ্তার করল পুলিশ।

IPL 2024: Hyderabad Police Bust Online IPL Betting Racket

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:April 11, 2024 9:09 am
  • Updated:April 11, 2024 9:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL 2024) টাকার খেলা, জুয়ার খেলা। এই ‘অপপ্রচারই’ যেন সত্যি। কোটি টাকার লিগ ফিরতেই দেশজুড়ে শুরু জুয়া খেলা। বুধবার হায়দরাবাদে এমনই এক বেটিং চক্রের পর্দাফাঁস করল পুলিশ। উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা।

আইপিএল এলেই বেটিং কারবারিদের পোয়াবারো শুরু হয়ে যায়। ক্রিকেটের এই উৎসবকে কেন্দ্র করে রীতিমতো জুয়ার আসর বসে সাট্টা বাজারগুলিতেও। ভারতে বেটিং অবশ্য আইনসম্মত নয়। কিন্তু তাতে কী, আড়ালে আবডালে রমরমিয়ে চলে গড়াপেটার ব্যবসা। তেমনই চলছিল হায়দরাবাদের মিয়াপুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশের স্পেশ্যাল অপারেশন টিম।

Advertisement

[আরও পড়ুন: চিনের সঙ্গে সমস্যা মেটানোর বার্তা, মার্কিন সাক্ষাৎকারে অরুণাচল নিয়ে ‘নীরব’ মোদি]

বুধবার রাতে হায়দরাবাদের মিয়াপুর এবং মাথুশ্রীনগর থানার যৌথ অভিযানে মাথুশ্রীনগরের এক আবাসন থেকে ওই বেটিং চক্রের পর্দাফাঁস হয়। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে ৪০ লক্ষ টাকা। আরও প্রায় ৩.৫৭ লক্ষ টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফ্রিজ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আরও কিছু সামগ্রী উদ্ধার হয়েছে।

[আরও পড়ুন: রামের ছবি বুকে আঁকড়ে প্রচার অরুণ গোভিলের, শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান]

পুলিশ (Hydrabad Police) সূত্রের দাবি, লন্ডন নিবাসী এক প্রবাসী ফোনের মাধ্যমে এই বেটিং চক্র চালাত। বেটিং চক্র চালানোর জন্য দুটি অ্যাপও তৈরি করে তারা। ‘ক্রিকেট লাইভ গুরু’ এবং ‘লাকি অনলাইন অ্যাপ’ নামের দুটি অ্যাপের মাধ্যমেও চলত বেটিং। প্রতিদিন আইপিএলের ম্যাচে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলত। যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা প্রত্যেকেই অন্ধ্রের বাসিন্দা। যে ব্যক্তি লন্ডন থেকে এই বেটিং চক্র চালাত সেও অন্ধ্রেরই বাসিন্দা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement