Advertisement
Advertisement

‘অসহিষ্ণুতা অভিশাপ’, কটাক্ষ রতন টাটার

সত্যি কি ‘অসহিষ্ণু’ বর্তমান ভারতবর্ষ?

Intolerance is a curse, says Ratan Tata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2016 10:47 am
  • Updated:January 14, 2020 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর জট খুলতে যখন হিমশিম বলিউড, গো রক্ষকদের নিষিদ্ধ করা প্রসঙ্গে যখন কেন্দ্রের কাছে জবাব চাইছে দেশের শীর্ষ আদালত, ঠিক তখনই অসহিষ্ণুতা নিয়ে মুখ খুললেন শিল্পপতি রতন টাটা৷ দেশে বাড়তে থাকা অসহিষ্ণুতাকে ‘অভিশাপ’ বলে মন্তব্য করে উসকে দিলেন বিতর্ক৷

রবিবার গোয়ালিয়রে সিন্ধিয়া স্কুলের ১১৯ বছর পূর্তি অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ভারতীয় শিল্পপতি৷ সেখানেই ছাত্রদের উদ্দেশে একটি বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি৷ টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যানের কথায়, “অসহিষ্ণুতা এক ধরনের অভিশাপ৷ যা আমরা ইদানীং একটু বেশিমাত্রায় উপলব্ধি করছি৷”

Advertisement

এর আগে গোমাংস ভক্ষণ নিয়ে অশান্তিকে কটাক্ষ করে ‘অসহিষ্ণুতা’ প্রসঙ্গ তোলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা সিন্ধিয়া৷ সিন্ধিয়ার বক্তব্যের প্রেক্ষিতেই টাটা বলেন, “মহারাজা অসহিষ্ণুতা নিয়ে যা বললেন, তা ইদানীং আমরা একটু বেশিমাত্রায় লক্ষ্য করছি৷ আমার মনে হয়, প্রত্যেকেই জানে অসহিষ্ণুতা কী, আর এর কারণ কী? কোটি কোটি ভারতবাসীর মতো প্রত্যেকেই চায় অসহিষ্ণুতা মুক্ত দেশ৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement