Advertisement
Advertisement

চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিস ইন্টারপোলের

১৩ হাজার কোটি টাকার ব্যাংক কেলেঙ্কারিতে বড় সাফল্য সিবিআইয়ের।

Interpoll issues rcn against mehul choksi
Published by: Utsab Roy Chowdhury
  • Posted:December 13, 2018 3:37 pm
  • Updated:December 13, 2018 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে মেহুল চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোকসি ও তাঁর ভাগ্নে নীরব মোদি। এই বছর জানুয়ারিতে দেশ ছেড়ে পালিয়ে অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নিয়েছেন চোকসি।

[#MeToo বিতর্কের জের, এডিটর্স গিল্ড থেকে বরখাস্ত এমজে আকবর]

বৃহস্পতিবার সিবিআই মুখপাত্র অভিষেক দয়াল বলেন, “সিবিআইয়ের অনুরোধ রেখে মেহুল চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল।” সূত্রের খবর, চোকসি জানিয়েছে রাজনৈতিক চাপেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে। ভারতের সংশোধনাগারের খারাপ অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন চোকসি। ইন্টারপোলের পাঁচ সদস্যের আদালতে মেহুল চোকসির বিষয়টি নিয়ে আলোচনা হয়। তারপরই রেড কর্নার নোটিস জারি করা হয়। এই নোটিস জারি করা হলে আন্তর্জাতিক অপরাধী হিসেবে পরোয়ানা জারি করা সম্ভব হয়। অপরাধী যে দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, তাকে গ্রেপ্তার বা আটক করার জন্য সংশ্লিষ্ট দেশকে অনুরোধ করে ইন্টারপোল। পিএনবি কেলেঙ্কারি মামলায় তদন্তকারী অফিসাররা মেহুল চোকসি ও নীরব মোদিকে লেটার অফ আন্ডারটেকিং ও ফরেন লেটার্স অফ ক্রেডিটের ভিত্তিতে ইন্টারপোলের কাছে আবেদন করেন।

Advertisement

[‘প্রিয়াঙ্কাকে নিয়ে দেশ ছেড়ে পালাব না’, ইডি প্রসঙ্গে মেজাজ হারালেন রবার্ট]

পিএনবি কেলেঙ্কারি মামলায় নীরব মোদির নামে ৬০০০ কোটি ও মেহুল চোকসির বিরুদ্ধে ৭০৮০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ আছে। সব মিলিয়ে ১৩ হাজার কোটি টাকার ব্যাংক কেলেঙ্কারি হয়। এছাড়া চোকসির সংস্থার বিরুদ্ধে আরও ৬০০০ কোটি টাকা তছরুপের তদন্ত চালাচ্ছে সিবিআই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্যারান্টি রেখে বিদেশি ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছিল এই নীরব ও চোকসির সংস্থা। সিবিআই সূত্রে খবর, পিএনবি ব্যাংকের কর্মী গোকুলনাথ শেট্টি এই কাজে নীরব মোদি ও মেহুল চোকসিকে সাহায্য করেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement