Advertisement
Advertisement

জারি হল রেড-কর্নার, ইন্টারপোলের নজরে নীরব মোদির বোন

যেকোনও সময় গ্রেপ্তার হওয়ার সম্ভবনা৷

Interpol issues red corner notice against Nirav Modi’s sister
Published by: Tanujit Das
  • Posted:September 10, 2018 6:49 pm
  • Updated:September 10, 2018 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএনবি কাণ্ডে এবার ইন্টারপোলের নজরে নীরব মোদির বোন পূরবী দীপক মোদি৷ হীরে ব্যবসায়ীর বোনের নামে রেড-কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল৷ আর্থিক তছরুপের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা৷ ইডির নির্দেশেই এই রেড-কর্নার নোটিশ জারি হয়েছে বলে সূত্রের খবর৷

[বনধের দিনই বড় পদক্ষেপ, পেট্রোপণ্যের দাম কমাল অন্ধ্রপ্রদেশ সরকার]

Advertisement

সূত্রের খবর, ইডির পেশ করা প্রথম চার্জশিটেই উল্লেখ করা হয় পূরবী দীপক মোদির নাম৷ তাঁর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ আনা হয়৷ জানা গিয়েছে, ইংরেজি, গুজরাটি ও হিন্দিতে কথা বলতে পারেন তিনি। এই রেড-কর্নারের ফলে বিদেশের মাটিতেও পূরবী দীপক মোদিকে গ্রেপ্তার করতে পারেন তদন্তকারীরা৷ এর আগে নীরব মোদি সহযোগী মিহির আর বনশালীর বিরুদ্ধে রেড-কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। তার আগে নীরব মোদির বিরুদ্ধেও রেড-কর্নার নোটিস জারি করে ইডি ও সিবিআই৷

[বনধ করেও দেশের ‘বিকাশ’ বন্ধ করা যাবে না, কংগ্রেসকে তোপ বিজেপির]

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ২০ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে নীরব মোদি এবং তাঁর মামা তথা বিজনেস পার্টনার মেহুল চোকসির বিরুদ্ধে৷ এই প্রতারণার খবর সামনে আসার আগেই দেশ ছেড়ে পালান তাঁরা৷ তাঁদের বিরুদ্ধে তদন্তে নামে ইডি৷ জানা যায়, তাঁরা ব্রিটেনে আত্মগোপন করে রয়েছেন৷ তাঁদের বিরুদ্ধে রেড-কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল৷ একা নীরব মোদি নন, রেড-কর্নার নোটিস জারি করা হয়েছে নীরবের ভাই নিশাল মোদির নামেও৷ নীরবের সংস্থার অন্যতম কর্তা সুভাষ পরবের বিরুদ্ধেও নোটিস জারি হয়েছে৷ নোটিস দেওয়ার পাশাপাশি, ইন্টারপোলের তরফে বেশ কয়েকটি দেশকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে নীরব মোদির সন্ধান চালানোর জন্য৷

ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশকে অনুরোধ করা হয় নীরবের গতিবিধির উপর নজর রাখার৷ পাশাপাশি, একের পর এক ব্যাংক দুর্নীতির খবর প্রকাশ্যে আসায় রীতিমতো চাপে কেন্দ্র৷ তাই উনিশের লোকসভা নির্বাচনের আগে নীরবকে দেশে ফেরাতে তৎপর তারা৷ যেনতেন প্রকারেন ভোটের আগে রাঘব বোয়ালদের কোনও একজনকে গ্রেপ্তার করে বা দেশে ফিরিয়ে এনে চমক দিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ নীরব মোদি ছাড়াও সরকারের লক্ষ্যে আছেন লিকার ব্যারন বিজয় মালিয়াও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement