Advertisement
Advertisement
Haryana

নিষেধাজ্ঞা উড়িয়ে VHPর মিছিল, হরিয়ানার নুহ-তে ফের বন্ধ ইন্টারনেট, জারি কারফিউ

মিছিল না করে মন্দিরে গিয়ে পুজো দিন, রাজ্যবাসীকে আবেদন মুখ্যমন্ত্রীর।

Internet suspended, curfew imposed in Haryana Nuh as VHP organizes rally without permission | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 27, 2023 8:30 pm
  • Updated:August 27, 2023 8:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। তা সত্ত্বেও সোমবার হরিয়ানার (Haryana) হিংসাবিধ্বস্ত নুহ-তে (Nuh) শোভাযাত্রা করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। ফের হিংসা ছড়ানোর আশঙ্কায় বিশাল নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা জেলা জুড়ে। এছাড়াও তিনদিনের জন্য ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ থাকবে শোভাযাত্রার দিনে, এমনটাই জানা গিয়েছে। বাইরে থেকে নুহ-তে ঢোকাও নিষিদ্ধ করেছে প্রশাসন।

জুলাই মাসে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল থেকে ধর্মীয় হিংসা ছড়িয়ে পড়ে। মোট ছ’জনের মৃত্যু হয়। হামলায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক মন্দির-মসজিদ। এই ঘটনার পরেই শ্রাবণ মাসের শেষ সোমবার শোভাযাত্রার ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ। তবে প্রথম থেকেই এই মিছিলের অনুমতি দেয়নি হরিয়ানার প্রশাসন। তা সত্ত্বেও শোভাযাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ব হিন্দু পরিষদ।

Advertisement

[আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় আমন্ত্রিত অভিষেক, চিঠি পাঠিয়ে ‘স্পেশ্যাল ভিজিট প্রোগ্রামে’ যোগ দেওয়ার আহ্বান]

সোমবার যাত্রার আগে রাজ্যবাসীকে সতর্ক করে বার্তা দেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)। তিনি বলেন, “আমাদের পুলিশ ও প্রশাসন এই মিছিল বের করার অনুমতি দেয়নি। তবে মানুষ চাইলে মন্দিরে গিয়ে শ্রাবণের শেষ সোমবারের পুজো দিতে পারেন। তবে মাসের শুরুতে নুহ জেলায় যা ঘটেছে, সেকথা মাথায় রেখেই আইনশৃঙ্খলা রক্ষায় আরও জোর দিতে হবে।”

হরিয়ানার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিপুল সংখ্যক আধাসেনা মোতায়েন করা হয়েছে গোটা জেলাজুড়ে। জেলা ও রাজ্যের সীমানায় ঢোকা বেরনোর ক্ষেত্রে আরও বেশি কড়াকড়ি করা হচ্ছে। চারজনের বেশি মানুষের জমায়েতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকে ছুটি ঘোষণা করেছে প্রশাসন। ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত ইন্টারনেট পরিষেবাও বন্ধ থাকবে নুহ-তে।

[আরও পড়ুন: কলকাতায় হিট অ্যান্ড রান! বেনিয়াপুকুরে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল ফুটপাতবাসীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement