Advertisement
Advertisement
Manipur Violence

Manipur Violence: থামেনি হিংসা, ২ কিশোরের অন্তর্ধানের মাঝেই ইন্টারনেট ফিরছে মণিপুরে

গত রবিবারই মণিপুর থেকে নিখোঁজ হয়ে যায় ২ কিশোর।

Manipur Violence: Internet services will resume in Manipur
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 9, 2023 3:46 pm
  • Updated:November 9, 2023 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত মণিপুর। গত রবিবারই নিখোঁজ হয়ে যায় ২ কিশোর। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর-পূর্বের এই রাজ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে রাজধানী ইম্ফলে। যদিও ওই ২ কিশোরের নিখোঁজ হওয়ার পিছনে জড়িত থাকার সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার কয়েকটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা আবার চালু করার সিদ্ধান্ত নিল মণিপুর প্রশাসন।  

মঙ্গলবার এই বিষয়ে উখরুল জেলায় এক অনুষ্ঠানে এসে মণিপুরের পশুপালন ও পরিবহণমন্ত্রী খাসিম ভাসুম জানিয়েছেন, “উখরুল, চান্ডেল, তামেংলং ও সেনাপতি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা আবার চালু হবে। বর্তমান যে সমস্ত অঞ্চল হিংসা কবলিত নয় সেই সব জায়গার পরিস্থিতি খতিয়ে দেখে নেট পরিষেবা পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে সরকার।” 

Advertisement

[আরও পড়ুন: ছত্তিশগড়-ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার ৩ ইসলামিক স্টেট জঙ্গি, ছড়াচ্ছে ‘খিলাফতে’র বিষ!]

উল্লেখ্য, গত ৭ মাস ধরে মেতেই-কুকি গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে মণিপুর (Manipur)। ৩ মে উত্তর-পূর্বের এই রাজ্যে মেতেই-কুকি জাতি সংঘর্ষ শুরু হয়। তার পর থেকেই ভুয়ো খবর ছড়ানো ও হিংসায় উসকানি রুখতে বন্ধ রাখা হয় ইন্টারনেট। এর পর ২৫ জুলাই শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্রের মতো কয়েকটি জায়গায় শর্তসাপেক্ষে ব্রডব্যান্ড পরিষেবা (Broadband Services) চালু করা হয়। সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ মণিপুরে ইন্টারনেট পরিষেবা সচল করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং (N Biren Singh)। তার কয়েকদিন পরেই দুই পড়ুয়াকে অপহরণ করে খুনের ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। ফের উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্বের রাজ্যটি।

অন্যদিকে অক্টোবরের শুরুর দিকে আরও এক বিতর্কিত ভিডিও ভাইরাল হয়। ফের অশান্তি শুরু হয় রাজ্যজুড়ে। হামলা চালানো হয় এক মন্ত্রীর বাড়িতে। যার ফলে ফের বন্ধ করে দেওয়া হয় নেট পরিষেবা। এবার হাই কোর্টের নির্দেশ মেনে হিংসাবিধ্বস্ত নয় এমন কয়েকটি জায়গায় মোবাইল ইন্টারনেট চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 

[আরও পড়ুন: দূষণ ধুয়ে ফেলতে কৃত্রিম বৃষ্টি! অভিনব পরিকল্পনা দিল্লি সরকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement