প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় তিন মাস ধরে বন্ধ ছিল ইন্টারনেট। অবশেষে মণিপুরে (Manipur) ফিরল ইন্টারনেট সংযোগ। জানা গিয়েছে, রাজ্যের বেশ কয়েকটি জায়গায় শর্তসাপেক্ষে ইন্টারনেট ব্যবহারের অনুমতি দিয়েছে মণিপুর সরকার। তবে নিষেধাজ্ঞা রয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারে। তাছাড়াও মোবাইলের ডেটা ব্যবহার করা যাবে না সেরাজ্যে। মঙ্গলবার এই নির্দেশিকা জারি করে মণিপুর সরকার জানিয়েছে, পরিস্থিতির দিকে নজর রেখে ধীরে ধীরে গোটা রাজ্যেই ইন্টারনেট পরিষেবা ফের চালু করা হবে।
কুকি-মেতেইদের সংঘর্ষের জেরে ৮০ দিন ধরে মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। তার জেরে ব্যাংক, হাসপাতাল-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কাজ ব্যাহত হচ্ছিল। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে আংশিকভাবে রাজ্যে ইন্টারনেট ফেরানোর সিদ্ধান্ত নেয় মণিপুরের স্বরাষ্ট্র দপ্তর। মঙ্গলবার নির্দেশিকা জারি করে বলা হয়, কিছু ক্ষেত্রে ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করা যেতে পারে। রাজধানী ইম্ফল-সহ বেশ কয়েকটি এলাকায় এইভাবে ব্যবহৃত হতে পারে ইন্টারনেট পরিষেবা।
তবে এখনই বাড়িতে বসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না সাধারণ মানুষ। কারণ মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে এখনও ছাড় দেয়নি রাজ্যের প্রশাসন। ওয়াইফাই হটস্পট ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়াও উসকানিমূলক তথ্য ছড়িয়ে পড়া আটকাতে সোশ্যাল মিডিয়ার ব্যবহারও আপাতত বন্ধ রাখা হয়েছে মণিপুরে। সেই সঙ্গে সরকারি নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, এই নিয়ম ভঙ্গ করে ইন্টারনেট ব্যবহার করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে।
প্রসঙ্গত, মণিপুরের পরিস্থিতি নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। সোমবারই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মণিপুরের পরিস্থিতি যদি সত্যিই স্বাভাবিক হয়ে থাকে তাহলে অন্য রাজ্যের মতো সেখানেও ইন্টারনেট পরিষেবা চালু করা হোক। তারপরেই মঙ্গলবার আংশিকভাবে ইন্টারনেট ফেরাল মণিপুরের বিজেপি সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.