Advertisement
Advertisement
International Women's Day

নারী দিবসে এয়ার ইন্ডিয়ার ৯০টি বিমানে শুধু মহিলা কর্মী, বিশেষ সম্মান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরও

এক সপ্তাহ ধরে বিমান পরিচালনা করেছেন এয়ার ইন্ডিয়ার মহিলা কর্মীরা।

International Women's Day: Women staff performs all duties at Madhya Pradesh CM residence | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 8, 2023 4:24 pm
  • Updated:March 8, 2023 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী দিবস (International Women’s Day) পালনে দেশজুড়ে বিশেষ উদ্যোগ নিল একাধিক কর্তৃপক্ষ। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের দপ্তরের সমস্ত কাজের দায়িত্ব দেওয়া হল মহিলা কর্মীদের উপর। অন্যদিকে, এক সপ্তাহ ধরে শুধুমাত্র মহিলা কর্মীদের উপরেই কয়েকটি বিমান পরিচালনার ভার দিয়েছিল এয়ার ইন্ডিয়া (Air India)। এই সময়ের মধ্যে ৯০টি বিমান চালিয়েছেন মহিলা কর্মীরা।

২০২৩ সালে হোলি উৎসবের দিনই পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সেই জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরে সমস্ত কাজ বন্ধ থাকবে। কিন্তু তার আগের দিনই নারী দিবস পালন করলেন শিবরাজ চৌহান। পুরুষদের বদলে সমস্ত কাজ করলেন মহিলা কর্মচারীরা। নিরাপত্তারক্ষী, গাড়ির চালক, ফটোগ্রাফার-সমস্ত কাজের দায়িত্বই ছিল মহিলাদের হাতে। 

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় UNESCO, চিঠি পেয়েই পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর]

অন্যদিকে, নারী দিবস উদযাপনে বিশেষ উদ্যোগ নিল এয়ার ইন্ডিয়া। জামশেদজি টাটার প্রথম বিমান পরিষেবার ৯০ বছর পূর্তি উপলক্ষে ৯০টি বিশেষ উড়ান চিহ্নিত করা হয়। ১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত এই ৯০টি বিমান পরিচালনার ভার থাকে শুধুমাত্র মহিলা কর্মীদের উপর। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমানাধিকারের বার্তা দিতেই এই উদ্যোগ।

জানা গিয়েছে, ৯০টি বিমানের মধ্যে ৪০টি সরাসরি এয়ার ইন্ডিয়ার অধীনে রয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক-দুই ক্ষেত্রেই মহিলারা এই ৪০টি বিমান চালিয়েছেন। এআই এক্সপ্রেসের অধীনস্থ ১০টি বিমান উড়িয়েছেন মহিলারা। এয়ার এশিয়ার ৪০টি দেশীয় বিমান চালনার ভারও ছিল মহিলাদের হাতে। প্রসঙ্গত, ভারতীয় বিমান সংস্থার মধ্যে এয়ার ইন্ডিয়াতেই সবচেয়ে বেশি মহিলারা কাজ করেন। 

[আরও পড়ুন: দিল্লি যাত্রার শুভেচ্ছা! অনুব্রতকে কটাক্ষ করে ফের ছড়া রুদ্রনীলের, পালটা প্যারোডি কুণালের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement