Advertisement
Advertisement

Breaking News

শিমলার আকাশে উজ্জ্বল আলোকবিন্দু, উর্ধ্বগগনে চেয়ে শহরবাসী

শিমলার আকাশে উড়ে এসে জুড়ে বসেছে এক মহাজাগতিক বস্তু৷

International Space Station of NASA is now visible from Shimla
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 27, 2016 6:31 pm
  • Updated:November 27, 2016 6:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার উপর নীল আকাশ৷ নিচে সুবিশাল পর্বতমালা৷ চারদিকে পাইন, ওক, দেবদারুর সারি৷ প্রকৃতি যেন সমস্ত সৌন্দর্য শিমলার জন্যই রেখেছে৷ যার খাতিরে পর্যটকরা বার বার ছুটে যান এই শৈল শহরে৷ নভেম্বরের এই হাল্কা শীতও সেখানে জাঁকিয়ে বসে সন্ধে নামার আগে৷

শিমলার এই আকাশে উড়ে এসে জুড়ে বসেছে আরও এক মহাজাগতিক বস্তু৷ মাঝে মাঝে দেখা দিচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে৷ তারাদের থেকে আরও একটু বেশি উজ্জ্বল নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)৷ মহাকাশে বিচরণ করতে করতে এমন এক অবস্থানে নাসার এই স্টেশনটি এসে পৌঁছেছে, যা ভারতের শিমলা থেকে এখন খালি চোখেও দৃশ্যমান৷

Advertisement

নভেম্বরের ২১ তারিখ থেকে শিমলার আকাশে দেখা যাচ্ছে এই মহাকাশ স্টেশনটি৷ তবে সবসময় নয়, দিনের কিছু নির্দিষ্ট সময়ের জন্যই৷ রবিবার তা দেখা গিয়েছিল সন্ধে ৬.৪৫  এবং ৭.২০ নাগাদ৷ সোমবার দেখা যাওয়ার কথা সন্ধে ৬.২৭-এ৷ জানা গিয়েছে, ৬ ডিসেম্বর পর্যন্ত এভাবেই ক্ষণিকের জন্য শৈলশহরের আকাশে আবিভূর্ত হবে এই মহাকাশ স্টেশনটি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement