সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমেছে করোনার (Coronavirus) দাপট, আতঙ্ক কাটছে। দেড় বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক বিমান (International filghts) চলাচলে অনুমোদন দিল কেন্দ্র। ডিসেম্বরের ১৫ তারিখ থেকে চালু হচ্ছে বিদেশে উড়ান পরিষেবা। যদিও এই সিদ্ধান্তের পিছনে কিছু শর্তও রয়েছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, যে সব দেশে এখনও কোভিড (COVID-19) পরিস্থিতি স্বাভাবিক নয়, সেসব দেশ থেকে আপাতত বিমান চলাচল বন্ধই থাকবে। ক্রিসমাসের (Christmass) আগেই কেন্দ্রের এই সিদ্ধান্ত খুশি অনেকেই। তবে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন স্ট্রেনের অস্তিত্ব দেখা দেওয়ায় বিমান চলাচলের সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারেছেন না অনেকেই।
বুধবারই দ্রুত আন্তর্জাতিক বিমান চলাচল চালুর ব্যাপারে ইঙ্গিত মিলেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে। তাতে বলা হয়েছিল, নতুন বছর থেকে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান। তার আগে গত সপ্তাহে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, নতুন করে কিছু দেশে করোনার প্রকোপ বাড়ছে। সেসব খতিয়ে দেখে তবেই আন্তর্জাতিক পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শুক্রবার কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মাস পর, ক্রিসমাসের আগেই চালু হচ্ছে আন্তর্জাতিক উড়ান।
কোভিড মহামারীর কারণে ২০২০ সালের ২৩ মার্চ থেকে ভারতের সঙ্গে বিদেশের বিমান যোগাযোগ বন্ধ ছিল। তবে করোনা যুদ্ধে অনেকটা এগিয়ে যাওয়ার পর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এখন বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির (Air Bubble) মাধ্যমে সীমিত সংখ্যক বিমান চলাচল করছে। বর্তমানে ৩১ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ রয়েছে ভারত। এর মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, কেনিয়া, ভুটান , ফ্রান্স, বাংলাদেশ-সহ আরও বেশ কয়েকটি দেশ। তবে ইউরোপের ১৪ টি দেশে এই মুহূর্তে কোভিড পরিস্থিতির নতুন করে অবনতি ঘটছে। সেই কারণে এই দেশগুলিতে এখনও ভারত থেকে বিমান এখনই চালু হচ্ছে না বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.