Advertisement
Advertisement

Breaking News

Karnataka

হোটেলের ঘরে ঢুকে ভিনধর্মের যুগলকে মারধর, ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য কর্নাটকে

কর্নাটকে কয়েকদিন আগেই হেনস্তা করা হয়েছিল ভিনধর্মের ভাইবোনকে।

Interfaith couple harassed in Karnataka hotel, video goes viral | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 11, 2024 1:34 pm
  • Updated:January 11, 2024 1:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিন ধর্মের যুগলের ঘরে ঢুকে হেনস্তা। মারধর করে তাদের ভিডিও তোলার অভিযোগ উঠল কর্নাটকের একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। কেন অন্য ধর্মাবলম্বীর সঙ্গে সম্পর্ক, সেই কারণেই ঘরের ভিতর ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই কর্নাটকে (Karnataka) ভিন্ন ধর্মাবলম্বী দুই ভাই বোনকে মারধর করার অভিযোগ উঠেছিল। তার পরেই প্রকাশ্যে সেরাজ্যের বিতর্কিত ভিডিও।

জানা গিয়েছে, ঘটনাটি সম্ভবত ৭ জানুয়ারির। হোটেলের ঘরে ঢুকে উদ্দেশ্য়প্রণোদিত হামলা চালিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই অনুমান। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে বাইরে থেকে হোটেলের ঘরের নম্বর রেকর্ড করা হল। তার পরে দরজায় কড়া নাড়তে ঘর থেকে বেরিয়ে আসেন এক ব্যক্তি। তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে ঘরের মধ্যে ঢোকে জনাছয়েক দুষ্কৃতী। ঘরে থাকা মুসলিম মহিলাকেও মারধর করা হয়। তিনি হিজাবে মুখ ঢাকলেও জোর করে তাঁর মুখ তুলে ধরা হয় ক্যামেরার সামনে।

Advertisement

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে থাকবেন আডবাণী, দায়িত্ব নিল বিশ্ব হিন্দু পরিষদ]

বেগতিক দেখে ঘর থেকে পালাতে চেষ্টা করেন যুবক। তাঁকেও ধরে আটকে ফেলা হয় ঘরের মধ্যে। যুগলকে বেধড়ক মারধর করা হয় ঘরের মধ্যে এবং গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে দুষ্কৃতীরাই। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই যুগল। অভিযুক্তরা সকলেই সংখ্যালঘু ধর্মাবলম্বী বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। তার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। বাকি চারজনকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, খুনের চেষ্টা এবং অপহরণ-সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। উল্লেখ্য, কয়েকদিন আগেই কর্নাটকে আক্রান্ত হতে হয়েছিল দুই তরুণ-তরুণীকে। ভিন ধর্মের দুই ভাইবোনকে মারধর করা হয়েছিল। তার পরেই প্রকাশ্যে এসেছে এই ভিডিও।

[আরও পড়ুন: বিলকিস কাণ্ডে ৯ অভিযুক্ত নিখোঁজ! তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement