সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই বিজেপি সাংসদ তেজস্বী সূর্য তীব্র সমালোচনা করেন আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi)। বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ দাবি করেছিলেন, হায়দরাবাদে বিপুল সংখ্যক রোহিঙ্গা (Rohinga) মুসলিমদের অনুপ্রবেশের সুযোগ করে দিয়েছেন ওয়েইসি ভাইয়েরা। ৩০-৪০ হাজার রোহিঙ্গা ঢুকে পড়েছে হায়দরাবাদের ভোটার তালিকায়। এরপরই এই অভিযোগের পালটা দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)’ নেতা আসাদউদ্দিন। তাঁর অভিযোগ, ঘৃণা ছড়াতেই এমন অভিযোগ করছে গেরুয়া শিবির।
হায়দরাবাদে এক জনসভায় আসাদউদ্দিন কড়া ভাষায় আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। তাঁর কথায়, ‘‘যদি ভোটার তালিকায় ৩০ হাজার রোহিঙ্গা থেকে থাকে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কী করছিলেন? উনি কি ঘুমোচ্ছিলেন? ৩০-৪০ হাজার রোহিঙ্গা কী করে ঢুকল সেটা দেখা কি ওঁর কাজ নয়? যদি বিজেপির মধ্যে সততা থাকে তো অন্তত ১ হাজার এরকম নাম উল্লেখ করে দেখাক সন্ধের মধ্যে।’’ গ্রেটার হায়দবারাবাদ পুরসভা নির্বাচনের আগে ইচ্ছা করে দুই সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়াতেই বিজেপি এমন করছে বলে দাবি করেন AIMIM নেতা। প্রসঙ্গত, সোমবার আসাদউদ্দিন ওয়েইসিকে মহম্মদ আলি জিন্নার সঙ্গে তুলনা করেছিলেন তেজস্বী সূর্য।
If there’re 30,000 Rohingyas in electoral list, what is Home Minister Amit Shah doing? Is he sleeping? Isn’t this his job to see how are 30-40 thousand Rohingyas listed? If BJP is honest, it should show 1,000 such names by tomorrow evening: Asaduddin Owaisi #Hyderabad (23.11.20) pic.twitter.com/XrIpVa6yks
— ANI (@ANI) November 24, 2020
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, ‘‘আকবরউদ্দিন ও আসাদউদ্দিন ওয়েইসি যখন উন্নয়নের কথা বলেন তখন খুব হাসি পায়। কারণ, তাঁরা ওল্ড হায়দরাবাদে কোনও উন্নয়নমূলক কাজ বা পরিকাঠামোর কাজ করতে দেন না। সেখানকার মানুষ শুধুমাত্র রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়দাতা হিসেবেই তাঁদের চেনে। তাই উন্নয়ন নিয়ে কোনও কথা ওদের মুখে মানায় না। ওয়েইসিকে দেওয়া প্রতিটি ভোটের অর্থ হল ভারতের বিরুদ্ধে ভোট দেওয়া।’’
প্রসঙ্গত, বিজেপির সঙ্গে আসাদউদ্দিন ওয়েইসির এমন রাজনৈতিক বিতণ্ডা নতুন নয়। যদিও বিহারের এনডিএ সরকার পুনরায় ক্ষমতায় ফেরার পর বিরোধীরা ‘ভোট কাটোয়া’ আসাদউদ্দিন ওয়েইসিকেই দায়ী করেছিল। তাঁকে ‘বিজেপির এজেন্ট’ বলেও কটাক্ষ করেন অনেক নেতা। কংগ্রেসের নেতারা সরাসরি বলেন, ওয়েইসির দল মুসলিম ভোট কেটেছে বলেই বিজেপির জোট বিহারে আবার ক্ষমতায় ফিরতে পারল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.