Advertisement
Advertisement

‘ইসলামি ফতোয়া’য় টার্গেটে প্রধানমন্ত্রী, ২৬ জানুয়ারির আগে সতর্কতা চরমে

জঙ্গি গোষ্ঠীর পাশাপাশি ইসলামিক ফতোয়া ও কার্যকলাপ বেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 Intelligence officers are worried about the role of certain Muslim groups who are creating tensions ahead of the republic day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 18, 2017 10:33 am
  • Updated:January 18, 2017 10:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের আগে কী কী নাশকতা হতে পারে তা নিয়ে বিস্তারিত তথ্য দিলেন গোয়েন্দারা।  জঙ্গি নাশকতার পাশাপাশি তাঁদের ভাবাচ্ছে সাম্প্রতিক ইসলামি ফতোয়াও। নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে রাজধানীকে। গোটা দেশেই জারি চরম সতর্কতা।

প্রতিবারের মতো এবারও সাধারণতন্ত্র দিবসের আগে দেশের নিরাপত্তা সংক্রান্ত দিকগুলি খতিয়ে দেখলেন গোয়েন্দারা। তাতে উঠে এসেছে বেশ কয়েকটি মারাত্মক তথ্য। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশ, জঙ্গি নাশকতার পাশাপাশি নজরে আছে দেশে বাড়তে থাকা ইসলামি চরমপন্থাও। র’-এর এক অফিসার জানাচ্ছেন, আফগানিস্তানের নাগরিকদের ছদ্মবেশ ধরে দেশে ঢুকতে পারে পাক জঙ্গিরা। সেইমতো পাসপোর্টও তৈরি হয়ে গিয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। আগেভাগেই এই তথ্য জেনে নাশকতা রোখার সতর্কতা নেওয়া হয়েছে। জঙ্গি গোষ্ঠিদের টার্গেটে আছেন ভিভিআইপিরা। তাঁদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঠানকোট থেকে গুরুদাসপুর- যে কায়দায় হামলা চলেছে তাতে লস্কর ও জঈশ জঙ্গিদের কার্যকলাপ নিয়ে শঙ্কিত গোয়েন্দারা। উরি হামলার পর পাকিস্তানকে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী, তাতে মূল টার্গেটে তিনিই।

Advertisement

(কানপুর রেল দুর্ঘটনায় চাঞ্চল্যকর মোড়, ফাঁস ISI যোগ)

প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত আরও একটি বিষয় ভাবাচ্ছে গোয়েন্দাদের। জঙ্গি গোষ্ঠীর পাশাপাশি ইসলামিক ফতোয়া ও কার্যকলাপ বেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন কলকাতার ইমাম। তার জন্য ঘোষিত হয়েছিল অর্থমূল্যও। ইসলামি যুবকরা এর ফলে সহজেই কোনও বিশেষ আদর্শে প্রভাবিত হয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। সেদিক থেকেও কোনও বিপদ আসার আশঙ্কা করছেন গোয়েন্দারা। এদিকে আইএসআই-শিখ জঙ্গি গোষ্ঠীকে প্রভাবিত করছে বলেও খবর গোয়েন্দা সূত্রে। তাঁদের অনুমান, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলি দেশের অভ্যন্তরে থাকা চরমপন্থাকেই উসকানোর চেষ্টা করছে। সেভাবেই সাধারণতন্ত্র দিবসে নাশকতার ছক কষা হচ্ছে।

(সন্ত্রাসের রাস্তা থেকে সরে আসুক পাকিস্তান: মোদি)

এদিকে দিল্লিতে সাফাই কর্মীদের বিক্ষোভও একটা সমস্যা বলে জানিয়েছেন গোয়েন্দারা। ময়লা জমে থাকায় অনেক পাখি আসতে পারে। যা বায়ুসেনাদের অস্বস্তির কারণ হতে পারে বলে অনুমান গোয়েন্দাদের।

খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকেই উলটে গেল জাতীয় পতাকা

একটা কম্বলের জন্য এসডিও অফিসের সামনে হত্যে দিয়ে মৃত্যু বৃদ্ধার

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement