Advertisement
Advertisement

নতুন নোট জাল করতে পারবে না পাকিস্তান, দাবি গোয়েন্দা সংস্থার

নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন নোটের বৈশিষ্টগুলি প্রকাশ্যে আনা হচ্ছে না৷

Intelligence agencies says Pakistan won't be able to copy new notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 10, 2016 12:38 pm
  • Updated:November 10, 2016 12:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস হানা ও কালো টাকা রুখতেই রাতারাতা সার্জিক্যাল স্ট্রাইক ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাজার থেকে উধাও হয়ে গিয়েছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট৷ পরিবর্তে আসছে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট৷ তবে পাক জঙ্গিরা কোনওভাবেই এই নতুন নোট জাল করতে পারবে না৷ ভারতীয় গোয়েন্দা সংস্থা তেমনটাই দাবি করছে৷

ভারতে অনুপ্রেবশকারী পাক জঙ্গিরা ভারতীয় জাল নোট তৈরি করে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাত৷ এবার আর সেই উপায় থাকছে না৷ কারণ নয়া নোটে এমন কিছু বৈশিষ্ট রয়েছে, যা জাল করা কার্যত অসম্ভব৷ এক সরকারি আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত ছ’মাস ধরে গোপনীয়তা বজায় রেখে নতুন নোট ছাপার কাজ চলছিল৷ গোয়েন্দা সংস্থা সেই নোটের ফিচারগুলি খতিয়ে দেখেছে৷ এবং তারপরই জানা গিয়েছে, নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট জাল করা মোটেই সহজ হবে না৷ যদিও নিরাপত্তার কথা মাথায় রেখে সেই সব ফিচারগুলি প্রকাশ্যে আনা হচ্ছে না৷

Advertisement

গোয়েন্দা সংস্থা এবং সরকারের তরফে জানা গিয়েছে, বহু দিন ধরে পাকিস্তানের পেশোয়ারে ভারতীয় জাল নোট ছাপার কাজ চলত৷ যেখানে ৫০০ ও ১০০০ টাকার নোটই বেশি ছাপা হত৷ আর আইএসআই, লস্কর-ই-তৈবার মতো পাক জঙ্গিগোষ্ঠীগুলি সেই জাল অর্থেই এই দেশ ভরিয়ে তুলছিল৷ সূত্রের খবর, জঙ্গিদের খরচের জন্য বছরে প্রায় ৭০ কোটি জাল টাকা ভারতে ঢুকত৷ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় সেই পথ এবার বন্ধ হয়ে গেল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement