Advertisement
Advertisement

Breaking News

এই রেল স্টেশনগুলিতে এবার বসছে পিৎজা ভেন্ডিং মেশিন!

সবমিলিয়ে যাত্রী পরিষেবায় রেলের এই উদ্যোগ যে খাদ্যরসিকদের মন ভাল করে দেবে মুহূর্তের মধ্যেই, তা আর বলার অপেক্ষা রাখে না৷

Instant Pizza Vending Machines Across Major Mumbai Railway Stations
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 21, 2016 2:12 pm
  • Updated:September 21, 2016 2:12 pm  

 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাদ্যরসিকদের পছন্দের তালিকায় পিৎজার স্থান একদম প্রথম সারিতে৷ কিন্তু ঝালমুড়ি বা ফুচকার মতো সহজলভ্য নয় এই খাবার৷ যখন তখন মন ভাল করতে হাতের কাছে পিৎজার দেখা পাওয়া বেশ মুশকিল ছিল এতদিন৷ কিন্তু এবার সেই সমস্যারই অবসান ঘটতে চলেছে৷ এবার লোকাল ট্রেনে সফর করার সময়ও পছন্দের পিৎজা পেয়ে যেতে পারেন হাতের নাগালে৷ কারণ এবার রেল স্টেশন চত্বরেই বসতে চলেছে পিৎজা ভেন্ডিং মেশিন৷

Advertisement

পিৎজাপ্রেমীদের কথা মাথায় রেখেই আইআরসিটিসি’র তরফ থেকে মুম্বইয়ের পাঁচ জনবহুল রেল স্টেশনে পিৎজা ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ ‘মুম্বই মিরর’ সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে কল্যাণ, এলটিটি, মুম্বই সেন্ট্রাল, সিএসটি এবং অন্ধেরি স্টেশনে বসতে চলেছে এই ভেন্ডিং মেশিন৷ এই মেশিনে নির্দিষ্ট অপশনে ক্লিক করে নিজের পছন্দের টপিংস-সহ পিৎজা পেয়ে যেতে পারেন গ্রাহকরা৷ শুধু তাই নয়, মেশিনে কেমন করে তৈরি হচ্ছে সেই পিৎজা, তাও দেখার সুযোগ পাবেন তাঁরা৷ সবমিলিয়ে যাত্রী পরিষেবায় রেলের এই উদ্যোগ যে খাদ্যরসিকদের মন ভাল করে দেবে মুহূর্তের মধ্যেই, তা আর বলার অপেক্ষা রাখে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement