Advertisement
Advertisement
Chhattisgarh

লাইভ স্ট্রিমিং চলাকালীনই আত্মঘাতী কনটেন্ট ক্রিয়েটার তরুণী, কী এমন হল?

লাইভে উপস্থিত দর্শকরা এমনটা না করতে তাঁকে অনুরোধ করেন।

Instagram content creator killed himself during live stream in Chhattisgarh

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:January 3, 2025 8:56 pm
  • Updated:January 3, 2025 8:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাইভ স্ট্রিমিং চলাকালীন আত্মঘাতী হলেন বছর উনিশের এক কনটেন্ট ক্রিয়েটার তরুণী। মর্মান্তিক মুহূর্তের ভিডিও লাইভ দেখলেন তরুণীর ফলোয়ার্সরা। হাড়হিম এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের জঞ্জির চম্পা জেলায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যে ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে লাইভে আসেন তিনি। এক ডজনের বেশি মানুষ তাঁর সেই লাইভ স্ট্রিমিং দেখছিলেন। তরুণী জানান, তিনি মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাঁর হৃদয় ভেঙে গিয়েছে। যার জেরে চরম পদক্ষেপ নেবেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তরুণী। ঘটনার সময় লাইভে উপস্থিত দর্শকরা মেসেজে তাঁকে বার বার অনুরোধ করেন এমন পদক্ষেপ না নেওয়ার জন্য। যদিও কারও কথা কানে তোলেননি তিনি।

Advertisement

এই ফলোয়ার্সদের মধ্যে কয়েকজন তরুণীকে ব্যক্তিগতভাবে চিনতেন। তাঁদের মধ্যে কেউ তরুণীর বাড়ির পাশে থাকা তাঁর এক ভাইকে এই ঘটনার কথা জানায়। খবর পেয়ে সেই যুবক দ্রুত ঘরের দরজা ভেঙে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা জানান, আগেই মৃত্যু হয়েছে ওই তরুণীর। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই তরুণীর বাবা ও মা হায়দরাবাদে শ্রমিক হিসেবে কাজ করেন। এবং তিনি তাঁর এক কাকার বাড়িতে থাকতেন। প্রাথমিকভাবে পুলিশের দাবি, প্রেম ঘটিত কারণে আত্মঘাতী হয়েছেন তরুণী। তাঁর ফোন লক অবস্থায় পাওয়া গিয়েছে। সেই লক খোলার চেষ্টা হচ্ছে।

স্থানীয়দের দাবি, ইন্সটাগ্রামে বেশ জনপ্রিয় ছিলেন তরুণী। নিয়মিত রিলস পোস্ট করতেন। ছত্তিশগড়ের বহুল জনপ্রিয় সব গানে তাঁর একাধিক রিলস বহুল জনপ্রিয়তা পায়। ইন্সটাগ্রামে হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement