Advertisement
Advertisement
Anti Smuggling Raid

জলপথে ২,৫০০ কেজি মাদক পাচার রুখল INS তার্কাশ, নৌসেনার নজরদারিতে বড় সাফল্য

২৩৮৬ কিজে হাশিশ এবং ১২১ কেজি হেরোইন উদ্ধার হয়েছে।

INS Tarkash seizes 2,500 kg narcotics in anti-smuggling raid
Published by: Kishore Ghosh
  • Posted:April 2, 2025 5:17 pm
  • Updated:April 2, 2025 5:17 pm  

অর্ণব আইচ: ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস তার্কাশের বড় সাফল্য। ভারত মহাসাগরে নজরদারিতে নেমে ২,৫০০ কেজিরও বেশি মাদকদ্রব্য আটক করল নৌসেনা। ৩১ মার্চ আইএনএস তার্কিশকে খবর দেয় নৌবাহিনীর একটি আকাশযান। আকাশ থেকে নজরদারি চালানোর সময় সন্দেহজনক নৌযানের গতিবিধি নজরে পড়ে তাদের।

খবর পাওয়া মাত্র যাত্রাপথ পরিবর্তন করে সন্দেজনক নৌযানটিকে ধাওয়া করে ধরে ফেলে আইএনএস তার্কাশ। মেরিন কমান্ডারের নেতৃত্বে ওই নৌযানটিতে তল্লাশি চালাতেই ২৫০০ কেজির মাদক উদ্ধার হয়। এরমধ্যে ২৩৮৬ কিজে হাশিশ এবং ১২১ কেজি হেরোইন।

Advertisement

ওই নৌযানে থাকা মাদক পাচারকারীদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাশাবাদ করে পাচারকারীদের ভবিষ্যত পরিকল্পনা জানার চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক জলসীমায় অবৈধ কার্যকলাপ রোখার লক্ষ্যেই আইএনএস তার্কাশের মতো জাহাজকে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই নজরদারিতে ভালো সাফল্য় এল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement