সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার লখনউয়ের (Lucknow) একটি কংগ্রেস (Congress) কার্যালয়ে ছিলেন কংগ্রেসের যুব নেতা তথা জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (Jwaharlal Nehru University) ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। সেখানে তাঁকে লক্ষ্য করে এক যুবক কালি ছোঁড়ে বলে অভিযোগ। যদিও স্থানীয় কংগ্রেস নেতাদের দাবি, কালি নয়, কানহাইয়াকে লক্ষ্য করে যা ছোঁড়া হয়েছিল তা অ্যাসিড।
ক’দিন পরেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ভোট। তার আগে কানহাইয়ার দিকে কালি ছোঁড়ার ঘটনায় উত্তপ্ত লখনউয়ের রাজনীতি। এদিন কংগ্রেসের প্রচারে লখনউয়ে যান যুব নেতা। বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলি করেন তিনি। তার মাঝে একটি কংগ্রেস কার্যালয়ে থাকাকালীন তাঁকে লক্ষ্য করে এক যুবক কালি ছোঁড়ে বলে অভিযোগ। জানা গিয়েছে, ঘটনার পর অভিযুক্তকে ধরে ফেলে দলীয় কর্মীরা। এক কংগ্রেস নেতা বলেন, “কানহাইয়া কুমারের দিকে অ্যাসিড ছুঁড়েছিল যুবক। যুব নেতার সামনে তিন-চারজন যুবক দাঁড়িয়ে ছিলেন, তাদের সামনে পড়ে ওই অ্যাসিড।”
এদিন উত্তরপ্রদেশের ভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর কানহাইয়া কুমার বলেন, দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) নেতৃত্বে এবার রাজ্য বিধানসভা নির্বাচনে বড় ঘটনা ঘটাবে কংগ্রেস। কানহাইয়া বলেন, “হাথরস, উন্নাও, লখিমপুরের ঘটনায় কংগ্রেস পথে নেমে প্রতিবাদ করেছে। যারা দেশ গড়ার কাজে হাত লাগায়নি কখনও, তারাই আজ দেশ বেচে দিচ্ছে। কংগ্রেস এই দেশ গড়েছিল, তারাই দেশকে বাঁচাবে।”
প্রসঙ্গত, কানহাইয়া কুমারের উত্থান হয় বামপন্থী রাজনীতি থেকে। সিপিআইয়ের (CPI) ছাত্র শাখার সক্রিয় সদস্য ছিলেন তিনি। তবে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় প্রতিবাদী ছাত্র নেতা হিসেবেই গোটা দেশে পরিচিত হন তিনি। বিশ্ববিদ্যালয়ের সংসদ সভাপতি থাকাকালীন একটা সময় জেলবন্দি ছিলেন কানহাইয়া। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে সিপিআইয়ের টিকিটে বিহারের বেগুসরাই আসনে প্রার্থী হন। তবে জিততে পারেননি। সম্প্রতি কংগ্রেসে যোগ দেন কানহাইয়া কুমার। কানহাইয়ার দল পরিবর্তনের পর জোর বিতর্ক হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.