Advertisement
Advertisement

Breaking News

দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর গায়ে কালি ছুড়লেন যুবক

অভিযোগ, ডেঙ্গু-চিকুনগুনিয়ায় জেরবার দিল্লি ছেড়ে ফিনল্যান্ডে ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন তিনি৷

Ink Attack on Manish Sisodia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 19, 2016 6:24 pm
  • Updated:September 19, 2016 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আপ নেতার মুখে লাগল কালির দাগ৷ অরবিন্দ কেজরিওয়ালের পরে এবারে কালি লাগল তাঁর ডেপুটির গায়ে৷ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার মুখে কালি ছুড়লেন ব্রিজেশ শুক্লা নামে এক ব্যক্তি৷ গ্রেফতার করা হয়েছে তাঁকে৷

নিজের কীর্তির জন্য বিন্দুমাত্র আক্ষেপ নেই স্বঘোষিত স্বরাজ জনতা পার্টির প্রতিষ্ঠাতা ব্রিজেশের৷ তাঁর অভিযোগ, ডেঙ্গু-চিকুনগুনিয়ায় যখন জেরবার রাজধানী দিল্লি, তখন রাজ্যের উপর মহলের নেতাদের দেখাই নেই৷ সদ্য বেঙ্গালুরু থেকে অস্ত্রোপচার সেরে ফিরেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ আর তাঁর উপ-মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াচ্ছিলেন ফিনল্যান্ডে৷ স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আবার গত সপ্তাহেই গোয়ায় ছুটি কাটিয়ে ফিরেছেন৷

Advertisement

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মণীশ সিসোদিয়া৷ রাজধানীর বেহাল স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রাক্তন কংগ্রেস সরকারকে দায়ী করেছেন তিনি৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ এনেছেন আপ নেতা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement