সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক সম্মেলনে চরম বিশৃঙ্খলা। চলল ভাঙচুর। এমনকী, ভারতীয় কিষান মোর্চার নেতা রাকেশ টিকাইতের (Rakesh Tikait) মুখে কালো কালিও মাখিয়ে দেওয়া হয়। সোমবার দুপুরের এই ঘটনায় স্থানীয় বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন ওই কৃষক নেতা। তাঁর অভিযোগ, স্থানীয় প্রশাসনের যোগসাজশেই এমন ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কর্ণাটকের এক কৃষক নেতার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে আলোচনার জন্য এদিন বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের আগেই বিপত্তি। বৈঠক চলাকালীন আচমকাই একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়েন বলে অভিযোগ। তার পরই শুরু হয়ে যায় ভাঙচুর। ভিডিওয় একে অপরের দিকে চেয়ার ছুঁড়তে দেখা যায় উপস্থিত কয়েকজনকে। এর মাঝে হঠাৎই কয়েকজন মিলে রাকেশ টিকাইতের মুখে কালি ছিটিয়ে দেয়। কে বা কারা, কী উদ্দেশে এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার সম্পূর্ণ দায় স্থানীয় প্রশাসনের উপর চাপিয়েছেন রাকেশ।
#WATCH Black ink thrown at Bhartiya Kisan Union leader Rakesh Tikait at an event in Bengaluru, Karnataka pic.twitter.com/HCmXGU7XtT
— ANI (@ANI) May 30, 2022
ভারতীয় কিষান মোর্চার এই নেতার অভিযোগ, “এ রাজ্যের বিজেপি সরকার এখানে কোনও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেনি। এটা রাজ্য সরকারের সঙ্গে যোগসাজশেই ঘটানো হয়েছে।” যদিও এবিষয়ে এখনও কর্ণাটক সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার চলতে থাকা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রাকেশ টিকাইত। আন্দোলনের চাপেই বিতর্কিত তিন আইন প্রত্যাহার করে কেন্দ্র। এদিন সেই রাকেশ টিকাইতের উপর হামলার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগেও রাকেশ টিকাইতের কনভয়ে হামলা হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.