সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই কমছে না ডিপফেক ভিডিওর (Deepfake video) আতঙ্ক। প্রথমে রশ্মিকা মান্দানা, তার পর আলিয়া, ক্যাটরিনা, কাজল। কয়েকদিন আগেই ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার ডিপ ফেক ভিডিও-ও প্রকাশ্যে এসে শোরগোল তুলেছিল। আর এবার ডিপফেকের শিকার হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি (Narayana Murthy)। এই ধরনের কোনও ভিডিওর ফাঁদেই যেন কেউ না পড়েন, সেজন্য সকলকে সতর্ক করলেন তিনি।
নিজের এক্স হ্যান্ডলে এই বিষয়ে সকলকে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, বেশ কয়েকটি ক্লিপ ঘুরছে সোশাল মিডিয়ায়, যেখানে তাঁকে দাবি করতে দেখা যাচ্ছে একটি ট্রেডিং অ্যাপে টাকা বিনিয়োগ করার। এবং সকলকে সেখানে বিনিয়োগের অনুরোধ জানানোর। এই ভিডিওগুলি সম্পূর্ণ ভুয়ো, এমনটাই জানিয়েছেন নারায়ণ মূর্তি। এই ধরনের কোনও এনডোর্সমেন্টেরে সঙ্গে তিনি যুক্ত নন বলেই দাবি তাঁর।
using deepfake pictures and videos. I categorically deny any endorsement, relation or association with these applications or websites. I caution the public to not fall prey to the content of these malicious sites and to the products or
— Narayana Murthy (@Infosys_nmurthy) December 14, 2023
প্রসঙ্গত, ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। একের পর এক অভিনেত্রী এহেন বিকৃত প্রযুক্তির শিকার! সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাঁকেও একটি ভিডিওয় মহিলাদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে, যেটি ডিপ ফেক ভিডিও বলেই জানিয়ে দিয়েছেন মোদি। এবার এই ধরনের প্রযুক্তি-ফাঁদে পড়লেন ঋষি সুনাকের শ্বশুরও। সাইবার অপরাধের ছায়া যে ভালোই ঘনিয়েছে, তা নতুন করে বুঝিয়ে দিল এই ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.