Advertisement
Advertisement

অনুপ্রবেশের ছক বানচাল করে দুই জঙ্গিকে নিকেশ করল সেনা, শহিদ এক জওয়ান

উরিতে ফের হামলা, গুলির লড়াই নওগামে৷

infiltration bid foiled in Naugam sector, one soldier lost his life, two terrorists killed

ফাইল ফটো

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2017 6:13 am
  • Updated:June 8, 2017 6:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অনুপ্রবেশের ছক বানচাল করে দিল ভারতীয় সেনা৷ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের নওগাম সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের ছক রুখে দুই জঙ্গিকে গুলিতে ঝাঁজরা করে দিল সশস্ত্র সেনাবাহিনী৷ জঙ্গিদের পাল্টা গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ানও৷

[ভারতের এই স্থানে প্রাক্তন সেনা অফিসারদের নুন কিনতে হয় ১৫০ টাকায়]

এদিনই বারামুল্লার উরি সেক্টরেও ৫-৬ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে৷ জঙ্গিদের গুলিতে দুই জওয়ান আহত হন৷ সেনার কাছে আগেভাগেই জঙ্গিদের ওই দলটির গতিবিধির খবর ছিল৷ সেনা অত্যন্ত গোপনে ডোবা সর্দার এলাকায় জঙ্গিদের নিকেশ করতে ওঁত পেতে বসেছিল৷ সেনার হদিশ পেতেই জঙ্গিরা ভারী গুলিবর্ষণ শুরু করে৷ গুলিতে দুই জওয়ান আহত হন৷ আহত দুই সেনাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁদের নাম বিজয় শর্মা ও ফিরাসত আলি৷

Advertisement

আরও জঙ্গি নিয়ন্ত্রণরেখার কাছে ঘন জঙ্গলের ভিতর লুকিয়ে থাকতে পারে মনে করছে সেনাবাহিনী৷ জঙ্গিদের ফেলে যাওয়া ছ’টি ব্যাগ উদ্ধার করা হয়েছে৷ তবে ওই ব্যাগে কী পাওয়া গিয়েছে, সেটা জানানো হয়নি সংবাদমাধ্যমকে৷ এই দুই ঘটনার পাশাপাশি, বুধবার বিকেলে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে বিক্ষোভকারীদের হটাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন অাধাসেনা৷ বিক্ষোভকারীদের রুখতে গিয়ে হঠাৎই তাঁদের গাড়িটি উল্টে যায়৷ আহত সিআরপিএফ জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

[মাচিল সেক্টরে অনুপ্রবেশের ছক রুখে চার জঙ্গিকে নিকেশ করল সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement