Advertisement
Advertisement

কাশ্মীরে ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে নিকেশ পাক জেহাদি   

আহত হয়েছেন দুই জওয়ান৷

Infiltration bid foiled in Kupwara, 1 terrorist killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2018 9:50 am
  • Updated:July 16, 2018 9:50 am  

সংবাদ প্রাতুইদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর সীমান্ত৷ সীমান্তরক্ষীদের কড়া নজরদারিতে ব্যর্থ অনুপপ্রবেশের চেষ্টা৷ ভারতীয় জওয়ানদের গুলিতে নিকেশ এক পাক অনুপ্রবেশকারী৷ গুলির লড়াইয়ে আহত হয়েছেন দুই জওয়ানও৷

সেনা সূত্রে খবর, সোমবার সকাল থেকেই কুপওয়ারা সেক্টরে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান৷ বিএসএফ ছাউনি লক্ষ্য করে মর্টার ও গুলি ছোড়া শুরু করে পাক রেঞ্জার্স৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনাও৷ অনুপ্রবেশকারীদের মদত দিতেই এই হামলা চালায় পাক বাহিনী৷ তবে বিএসএফ জওয়ানদের সতর্ক চোখ এড়িয়ে যেতে পারেনি জেহাদিরা৷ সীমা পার করার চেষ্টা করতেই জওয়ানদের গুলিতে নিকেশ হয় এক জঙ্গি৷ ভয়ে রণে ভঙ্গ দেয় বাকিরা৷ তবে এই সংঘর্ষে আহত হয়েছেন দুই জওয়ান৷ তাঁদের সেনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ শেষ পাওয়া খবরের মতে এখনও দু’পক্ষের মধ্যে লড়াই চলছে৷

বিএসএফ সূত্রে খবর, গত বছর চলতি সময় পর্যন্ত সীমান্তে ১১১ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছিল পাক রেঞ্জার্সরা৷ তুলনায় চলতি বছরে তা বেড়ে হয়েছে ৪৮০৷ সীমান্তে শান্তি প্রতিষ্ঠায় বৈঠক করেছিল দুই দেশের ডিজিএমও-রা৷ তাতেও কোনও কাজ হয়নি৷ পাক যুদ্ধবিরতি লঙ্ঘনের এই সংখ্যাই চাঞ্চল্য তৈরি করেছে কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তারক্ষীদের মধ্যে৷ ২৫ জুলাই সাধারণ নির্বাচন হতে চলেছে পাকিস্তানে৷ বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, সেই নির্বাচনের আগে পর্যন্ত সীমান্তকে উত্তপ্ত রাখবে পাকিস্তান ও আইএসআই৷ কারণ ভারতীয় গোয়েন্দাদের কাছে স্পষ্ট খবর রয়েছে, রমজানের সময়ে কাশ্মীরে হুরিয়তের মতো বিচ্ছিন্নতাবাদীদের হাতেও বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র পৌঁছে দিয়েছে আইএসআই৷ যা উপত্যকায় আইএসের পতাকা নিয়ে মিছিল করার এবং ভারতীয় সেনাকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার বাড়তি সাহায্য জুগিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা৷

[বিশ্বজয়ের রাতে কলকাতায় এক টুকরো প্যারিসকে চেনাল ‘দ্য পার্ক’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement