Advertisement
Advertisement
Indian army

সাতসকালে ভূস্বর্গে বানচাল অনুপ্রবেশের ছক, কুপওয়ারাতে খতম ২ পাকিস্তানি জঙ্গি

ঘটনাস্থল থেকে দুটি একে ৪৭ রাইফেল-সহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে।

Infiltration bid foiled in Kashmir, 2 terrorists killed

ঘটনাস্থল থেকে দুটি একে ৪৭ রাইফেল-সহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে।

Published by: Soumya Mukherjee
  • Posted:July 11, 2020 9:30 am
  • Updated:July 11, 2020 9:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ভূস্বর্গে ফের পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের ছক বানচাল করলেন ভারতীয় সেনা জওয়ানরা। সাতসকালে খতম করলেন দুই জঙ্গিকে। ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দেওয়ারার নৌগাম সেক্টরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে নৌগাম (Naugam) সেক্টরের কাছে অবস্থিত নিয়ন্ত্রণরেখার ওপারে কিছু ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন ভারতীয় সেনা (Indian army) জওয়ানরা। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। কিছুক্ষণ বাদে জওয়ানদের লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেন জওয়ানরাও। উভয়পক্ষের গুলির লড়াইয়ের ফলে খতম হয় ওই দুই জঙ্গি। পরে ঘটনাস্থল দুটি একে ৪৭ রাইফেল ও প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়।

[আরও পড়ুন:‘ডেঙ্গুর আড়ালে আরও ভয়ংকর হবে করোনা’, আশঙ্কা বিজ্ঞানীদের]

এপ্রসঙ্গে শ্রীনগরে কর্মরত ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিক জানান, শনিবার ভোরে হান্দেওয়ারার নৌগাম সেক্টরের কাছে কিছু ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। জওয়ানরা তল্লাশি চালাতে শুরু করলে ওই জঙ্গিরা গুলি চালায়। দুপক্ষের লড়াইয়ে দুই জঙ্গি খতম হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র।

[আরও পড়ুন: সম্পূর্ণ পিছু হটতে রাজি চিন, বৈঠকে দু’দেশের সম্পর্কের উন্নতিতে জোর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement