Advertisement
Advertisement

Breaking News

Pakistan

উরিতে ফের পাক জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা! ভেস্তে দিল ভারতীয় সেনা

সেনার গুলিতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ পাক ড্রোনেরও।

Infiltration attempt foiled in Kashmir, army fires at Pak Drone। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:May 13, 2023 10:37 am
  • Updated:May 13, 2023 10:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উপত্যকায় (Jammu and Kashmir) পাক অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। শুক্রবার গভীর রাতে বারামুল্লা জেলার উরি সেক্টরে (Uri sector) নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল পাক (Pakistan) জঙ্গিরা। কিন্তু সেই মতলব ভেস্তে দেয় সেনা। দু’পক্ষের মধ্যে প্রবল গুলির লড়াই হয় বলে জানা গিয়েছে।

ওই দুর্গম এলাকায় এরপরও তল্লাশি জারি রাখে সেনা। এদিকে গুলির লড়াইয়ের পরে আচমকাই আকাশে উড়ে আসে একটি পাক ড্রোন। সেই ড্রোনের উদ্দেশে গুলি চালায় ভারতীয় সেনা। গুলিবর্ষণের ধাক্কায় ফিরে যায় ড্রোনটি।

Advertisement

[আরও পড়ুন: অবাক ডাকাতি! দু’লক্ষ টাকার চুল নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল ৫]

সাম্প্রতিককালে পাঞ্জাব, জম্মু-সহ একাধিক পাক সীমান্ত (Pakistan Border) দিয়ে একের পর এক ড্রোন হামলা (Drone Attack) হয়েছে ভারতীয় ভূখণ্ডে । বহু ক্ষেত্রে সেইসব ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে সেনা। ড্রোনের মাধ্যমে টাকা ও অস্ত্র ছড়িয়ে জঙ্গিদের হামলার রসদ জোগানোর চেষ্টা করার অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। কেবল অস্ত্রশস্ত্র ও অর্থই নয়, হেরোইন পাচারের কাজেও ড্রোনকে ব্যবহার করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এই ধরনের ষড়যন্ত্র রুখতে মরিয়া সেনা সব সময়ই কড়া নজরদারি চালায় সীমান্তে। পাশাপাশি পাক জঙ্গিরাও লাগাতার চেষ্টা চালায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার। কিন্তু সেই চক্রান্ত ভেস্তে দিতে মরিয়া ভারতীয় সেনা ক্রমাগত নজরদারি চালায়।

[আরও পড়ুন: শুভেন্দুর বাঁকুড়ার সভার অনুমতি দিল হাই কোর্ট, নিরাপত্তায় CRPF মোতায়েনের নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement