Advertisement
Advertisement

Breaking News

Chhattisgarh

ছত্তিশগড়ে গুলির লড়াই, ‘লাল সন্ত্রাসে’র বলি দুধের শিশু

সংঘর্ষের আহত দুই জওয়ানও।

Infant killed in Naxal encounter in Chhattisgarh। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 2, 2024 12:02 pm
  • Updated:January 2, 2024 12:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাল সন্ত্রাসে’র বলি দুধের শিশু। ছত্তিশগড়ে নকশালদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ে প্রাণ হারাল ছয় মাসের একটি শিশু। সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্তি শিশুটির মা। আহত হয়েছেন ডিসট্রিক্ট রিজার্ভ গার্ডের দুই জওয়ানও। চিকিৎসা চলছে তাঁদেরও।  

পিটিআই সূত্রে খবর, সোমবার বিকাল ৫টা নাগাদ বিজাপুর অঞ্চলের গাঙ্গালুর থানার অন্তর্গত মুতভান্দি গ্রামের কাছে একটি জঙ্গলে গুলির লড়াই শুরু হয়। ওই এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ডিসট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি দল।

Advertisement

[আরও পড়ুন: তামিলনাড়ুতে ২০ হাজার কোটির প্রকল্পের সূচনায় মোদি, পদ্মের জন্য খুলবে দক্ষিণের দ্বার?

এই বিষয়ে ডিআরজি-এর আধিকারিক জানিয়েছেন, অভিযান চালানোর সময় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে নিরাপত্তাকর্মীদের। সেই ঘটনায় আহত হন এক মহিলা ও দুই জওয়ান। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। মাওবাদীদের খুঁজতে এখনও তল্লাশি অভিযান চলছে।

বলে রাখা ভালো, গত একমাসে মাওহানায় একাধিকবার রক্তাক্ত হয়েছে ছত্তিশগড়ের মাটি৷ মৃত্যু হয়েছে একাধিক জওয়ান থেকে শুরু করে সরকারি সংবাদমাধ্যমের কর্মীর৷ আসন্ন লোকসভা নির্বাচনের আগে  মাও বাড়বাড়ন্ত নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে৷ 

[আরও পড়ুন: অন্ধ্রে নতুন অঙ্ক! কংগ্রেসে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী জগনের বোন?]  

প্রসঙ্গত, দেশের অন্যান্য প্রান্তে  নকশালপন্থীদের দৌরাত্ম্য অনেকটা নিয়ন্ত্রণ করা গেলেও গড়চিরৌলি, সুকমা, দান্তেওয়াড়ার মতো এলাকায় এখনও স্বমহিমায় সন্ত্রাস চালাচ্ছে মাওবাদীরা। কেন্দ্রীয় সরকার মাওবাদীদের সম্পূর্ণ নির্মূল করার পরিকল্পনা নিয়েছে। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র যাই দাবি করুক না কেন, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ফের শক্তি বাড়াচ্ছে লাল সন্ত্রাস। বিশেষ করে সুকমা, দান্তেওয়াড়া, গড়চিরৌলির মতো এলাকায় বারবার মাওবাদীদের আস্ফলন চিন্তা বাড়াচ্ছে সরকারের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement