Advertisement
Advertisement

ছেলেকেও খুনের পরিকল্পনা ছিল ইন্দ্রাণীর, ফাঁস করল ড্রাইভার

চালকের বয়ানে ছড়াল চাঞ্চল্য৷

Indrani told him she would kill both Sheena Bora and her son Mikhail, claims driver Shyamvar Rai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2017 11:03 am
  • Updated:July 28, 2017 11:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলবন্দির মৃত্যু নিয়ে ঝামেলার পর ফের বড় বিপাকে ইন্দ্রাণী মুখোপাধ্যায়৷ এবার শিনা বোরা হত্যাকাণ্ডে বড় তথ্য ফাঁস করল তার গাড়ির চালক শ্যাম রাই৷ জানালেন, মেয়ে শিনা বোরার পাশাপাশি ছেলে মিখাইলকেও খুনের পরিকল্পনা ছিল ইন্দ্রাণীর৷

এবার কন্যাশ্রীর আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর ]

Advertisement

শিনা বোরা হত্যা মামলায় আপাতত জেলবন্দি এককালের দাপুটে মিডিয়া ব্যারনের স্ত্রী৷ এর মধ্যেই এক জেলবন্দির মৃত্যু নিয়ে চলছে টানাপোড়েন৷ তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে৷ সে সময়ই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন ইন্দ্রাণীর চালক শ্যাম রাই৷ তিনি জানালেন, শুধু মেয়ে শিনাকেই নয়, ছেলে মিখাইলকেও খুন করার পরিকল্পনা ছিল ইন্দ্রাণীর৷ তাঁর সামনেই এ কথা বলেছিল ইন্দ্রাণী৷ শিনা ও মিখাইল দুজনকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক ছিল ইন্দ্রাণীর৷ শিনা বোরা মৃত্যুর তদন্তে জানা গিয়েছিল, মুম্বইয়ের সুপারি কিলার বিজয় পালান্দেকে দিয়েই মেয়েকে খুন করার ছক কষেছিল ইন্দ্রাণী৷ কিন্তু অন্য এক খুনের ঘটনায় বিজয় পুলিশের জালে পাকড়াও হওয়ার পর প্ল্যান বদলে ফেলে ইন্দ্রাণী৷ বিজয়ের কায়দাতে নিজেই মেয়েকে খুন করার ছক কষে৷ প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও চালক শ্যাম রাইকে সঙ্গে নিয়ে মেয়েকে খুন করে মৃতদেহ পুড়িয়ে মাটি চাপা দিয়ে দেয়৷ তবে সেখানেই শেষ নয়৷ যদি সে ঘটনা মাটিচাপাই থেকে যেত তাহলে হয়তো পরবর্তী পরিকল্পনা মতো ছেলে মিখাইলকেও খুন করত ইন্দ্রাণী৷ চালকের এই বয়ান তদন্তে নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে৷

আস্থা ভোটে জয় নীতীশের, ষড়যন্ত্রের অভিযোগ তেজস্বীর ]

এ নিয়ে আজ মিখাইলকে প্রশ্ন করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি৷ জানান, তিনি নিজে খবর বিশেষ দেখেননি৷ হাতে কোনও নথিও পাননি৷ সুতরাং এখনই এ নিয়ে তিনি কিছু বলতে চান না৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement