সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিনা বোরা হত্যা কাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী ও পিটার মুখার্জীর সম্পর্কে ফাটল। এবার পিটারের সাথে বিচ্ছেদ চাইছে ইন্দ্রাণী। মঙ্গলবার, সিবিআইয়ের একটি বিশেষ আদালতের সামনে ইন্দ্রাণী জানায়, সে আর পিটারের সাথে সম্পর্ক রাখতে চায় না। এদিনই দিল্লির বিশেষ সিবিআই আদালত শিনা বোরা হত্যা কাণ্ডে তাদের বিরুদ্ধে হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের চার্জ গঠন করে। শুনানি চলাকালীন পিটার মুখার্জী, ইন্দ্রাণী মুখার্জি ও তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না আদালতে জবানবন্দি দেন। অভিযোগ, ২০১২ সালের ২৪ এপ্রিল ২৪ বছরের শিনাকে গলা টিপে হত্যা করেন ইন্দ্রাণী মূখার্জি, সঞ্জীব খান্না ও ড্রাইভার শ্যাম রাই৷
প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও চালক শ্যাম রাইয়ের সাহায্যে মুম্বই থেকে অনতিদূরে রায়গড়ের নির্জন জঙ্গলে শিনার দেহ পুড়িয়ে মাটি চাপা দিয়ে দেয় ইন্দ্রাণী৷ তা না হলে ইন্দ্রাণী অনেক আগেই ধরা পড়ে যেত বলে দাবি বিশেষজ্ঞ মহলের৷ ২০১৫ সালের আগস্টে অন্য একটি ঘটনায় ধৃত শ্যাম পুলিশি জেরার মুখে শিনা হত্যার কথা ফাঁস করলে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে৷ এরপর একে একে গ্রেফতার হন ইন্দ্রাণী, তাঁর দ্বিতীয় স্বামী সঞ্জীব খান্না ও বর্তমান স্বামী পিটার মুখার্জি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.