Advertisement
Advertisement

কানপুরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত পঞ্চাশেরও বেশি

গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Indore-Patna Express derails near Kanpur, many died
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 9:07 am
  • Updated:November 20, 2016 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ইন্দৌর-পাটনা এক্সপ্রেস৷ ট্রেনের দশটিরও বেশি কামরা লাইনচ্যুত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯০জন যাত্রীর৷ আহত হয়েছেন দেড়শোরও বেশি যাত্রী৷

রবিবার ভোররাত ৩টে নাগাদ কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পুখরায়ানে লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি৷ নর্দান সেন্ট্রাল রেলের মুখপাত্র জানান, দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন এস ১, এস ২, এস ৩ কোচের যাত্রীরা৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলাবাহিনী৷ জোর কদমে চলছে উদ্ধার কাজ৷ রেলের কামরা কেটে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেল প্রতিমন্ত্রীও৷ ঠিক কীভাবে এতবড় দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়৷ রেলমন্ত্রী সুরেশ প্রভু ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন৷ জানিয়েছেন, দোষীদের খুঁজে বের উপযুক্ত শাস্তি দেওয়া হবে৷ পাশাপাশি নিহতদের পরিবারকে ৩.৫ লক্ষ, গুরুতর আহতদের ৫০ হাজার এবং আহতদের ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেলমন্ত্রক৷

Advertisement

গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ কানপুর রেলের হেল্পলাইন নম্বর 05121072৷ একনজরে দেখে নিন বাকি হেল্পলাইন নম্বরগুলি৷

পাটনা – 0612-2202290, 0612-2202291, 0612-2202292, 025-83288৷ ইন্দোর – 0741 1072৷ উজ্জয়িনী – 0734 2560906৷ রাতলাম – 07412 1072৷ মুগলসরাই – 05412-251258, 05412-254145৷ হাজিপুর – 06224-272230৷ ঝাঁসি – 05101072৷ ওরাই – 051621072৷ পোখরায়ন – 05113-270239

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement